ভিডিয়ো: খারাপ সময়... আমরা হাল ছাড়ছি না ...! করোনা সচেতনতায় গান বাঁধলেন ডিজে ব্র্যাভো
সাদা-কালো, ধনী-দরিদ্র, হিন্দু-মুসলিম-খ্রীষ্টান, করোনা কাউকে পাত্তা দেয় না,
নিজস্ব প্রতিবেদন: মারণ ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে। লকডাউন ভারত সহ একাধিক দেশ। করোনাভাইরাসের কারণে গোটা বিশ্বের কী ভয়াবহ পরিস্থিতি হয়েছে সেটাই এবার গানের মাধ্যমে ফুটিয়ে তুললেন জনপ্রিয় 'চ্যাম্পিয়ন' এর গায়ক ডিজে ব্র্যাভো। সুরের মুর্ছনায় প্রার্থনাও করলেন তারকা ক্রিকেটার।
এখন খারাপ সময়... সবারই সাহায্যের দরকার, গোটা বিশ্বে সবকিছুই বন্ধ, বন্ধ বিমানবন্দর ! মাঠে আসছে না কোন ফ্যান। এই মহামারী সব আনন্দই নষ্ট করে দিয়েছে। একবার আসে ইবোলা, এখন আবার করোনা । বড় বিপর্যয়! এখন আমাদের এক হওয়ার সময় ... আমরা হাল ছাড়ছি না, আমরা এর শেষ দেখতে চাই - করোনা র মোকাবিলায় এভাবেই গোটা বিশ্বকে করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতন করে গান গাইলেন ডিজে ব্রাভো।
এমনকী তাঁর গানে ফুটে উঠেছে, সাদা-কালো, ধনী-দরিদ্র, হিন্দু-মুসলিম-খ্রীষ্টান, করোনা কাউকে পাত্তা দেয় না, আমরা সবাই মানুষ! আমরা হাল ছাড়ছি না।
আরও পড়ুন - ৮০০ কোটি সম্পত্তির মালিক! বিপদের দিনে দিলেন মাত্র এক লাখ, ভক্তরা ধুয়ে দিলেন ধোনিকে