কেপটাউন টেস্টে ১৯৮ বলে ২৫৮! ঝড়ের নতুন নাম এখন স্টোকস

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দ্বিশতরান বা ডবল সেঞ্চুরির কীর্তি গড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। কেপটাউন টেস্টের দ্বিতীয় দগিনে মাত্র ১৬৩ বলে ডবল সেঞ্চুরি পূর্ণ করেন স্টোকস। এর চেয়ে দ্রুত দ্বিশতরান করেছেন ন্যাথান অ্যাসলে (১৫৩ বলে)।  শেষ অবধি ২৫৮ রানে রান আউট না হলে হয়তো দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ডটা গড়ে ফেলতেন স্টোকস।

Updated By: Jan 3, 2016, 07:17 PM IST
কেপটাউন টেস্টে ১৯৮ বলে ২৫৮! ঝড়ের নতুন নাম এখন স্টোকস

ওয়েব ডেস্ক: টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দ্বিশতরান বা ডবল সেঞ্চুরির কীর্তি গড়লেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। কেপটাউন টেস্টের দ্বিতীয় দগিনে মাত্র ১৬৩ বলে ডবল সেঞ্চুরি পূর্ণ করেন স্টোকস। এর চেয়ে দ্রুত দ্বিশতরান করেছেন ন্যাথান অ্যাসলে (১৫৩ বলে)।  শেষ অবধি ২৫৮ রানে রান আউট না হলে হয়তো দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ডটা গড়ে ফেলতেন স্টোকস।

প্রথম দিনের খেলার শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ৩১৭ রান। স্টোকস অপরাজিত ছিলেন ৭৪ রানে। সঙ্গে ছিলেন জনি বেয়ারস্টো (৩৯)। আজ ম্যাচের দ্বিতীয় দিনে শুরু থেকেই রণংদেহি মেজাজে ছিলেন স্টোকস। মর্কেল-মরিস-রাবাদাদের ক্লাবস্তরে নামিয়ে এনে বেধড়ক মারতে শুরু করেন নিউজিল্যান্ডে জন্মানো এই ২৪ বছরের ব্রিটিশ অলরাউন্ডার। একটা সময় মনে হচ্ছিল স্টোকস টি২০ খেলছেন। অন্য প্রান্তে স্টোকস যোগ্য সঙ্গত দিতে থাকেন। বেয়ারস্টো  ১৫০ রানে অপরাজিত থাকেন। ৬ উইকেটের বিনিময়ে ৬২৯ রান করার পর ইংল্যান্ডের অধিনায়ক কুক ডিক্লেয়ার ঘোষণা করেন। ম্যাচের দ্বিতীয় দিন থেকেই টেস্ট বাঁচানোর লড়াই খেলতে নেমে শুরুতেই রান আউট হয়ে যান প্রোটিয়া ওপেনার ভান জিল।

সিরিজে ১-০ এগিয়ে থাকা ইংল্যান্ড কেপটাউনে জয় ছাড়া কিছুই ভাবছে না।    

Tags:
.