ICC World Cup 2019 : কোন বিশ্বকাপে কেমন ফল করেছিল ভারতীয় দল, জানেন?

প্রাক্তন তারকাদের অনেকেই এবারও ভারতীয় দলকেই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার বলেছেন।

Updated By: May 23, 2019, 05:33 PM IST
ICC World Cup 2019 : কোন বিশ্বকাপে কেমন ফল করেছিল ভারতীয় দল, জানেন?

নিজস্ব প্রতিবেদন : আর মাত্র ছয় দিন। তার পরই ইংল্যান্ড-ওয়েলসে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। ভারতের বিশ্বকাপ অভিযান অবশ্য শুরু হচ্ছে ৫ জুন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। প্রাক্তন তারকাদের অনেকেই এবারও ভারতীয় দলকেই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার বলেছেন। বিরাট কোহলি, এম এস ধোনি, হার্দিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাদের দলকে শক্তিশালী বলে ব্যাখ্যা করেছেন প্রাক্তন তারকারা। গত বিশ্বকাপগুলোতে ভারতীয় দল কেমন ফল করেছিল একবার দেখে নেওয়া যাক- 

আরও পড়ুন-  ICC World Cup 2019 : বিশ্বকাপ হোক আইপিএলের মতো নিয়মে, দাবি রবি শাস্ত্রীর

১৯৭৫ বিশ্বকাপ- গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। 

১৯৭৯ বিশ্বকাপ- গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া।

১৯৮৩ বিশ্বকাপ- কপিল দেবের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বজয় করেছিল ভারতীয় দল। 

১৯৮৭ বিশ্বকাপ- সেমিফাইনাল থেকে ছিটকে যায় ভারত।

১৯৯২ বিশ্বকাপ- গ্রুপ পর্ব থেকেই বিদায়।

১৯৯৬ বিশ্বকাপ- সেমিফাইনালে হার।

১৯৯৯ বিশ্বকাপ- সুপার সিক্স থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া।

২০০৩ বিশ্বকাপ- ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। 

২০০৭ বিশ্বকাপ- গ্রুপ পর্ব থেকে বিদায়।

২০১১ বিশ্বকাপ- ঘরের মাঠে ধোনির নেতৃত্বে শিরোপা জয়।  

২০১৫ বিশ্বকাপ- সেমিফাইনাল থেকে বিদায়।

.