India vs Germany Semifinal Live Streaming: জিতলেই শ্রীজেশ-হরমনপ্রীতদের রুপো নিশ্চিত, আজ কখন কোথায় কীভাবে দেখবেন ম্যাচ!
India vs Germany, Men’s Hockey Paris Olympics 2024 Semi-Final Match: : ১০ জনে খেলেও বাজিমাত করেছে ভারত! ব্রিটেনকে হারিয়ে অলিম্পিক্সে হকির সেমিফাইনালে শ্রীজেশ-হরমনপ্রীতরা। আর কিছুক্ষণ পরেই শুরু মহারণ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুরন্ত ফর্মে থাকা হরমনপ্রীত সিংয়ের ভারতীয় হকি দল নামছে পরিচিত শত্রু এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে। সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষায় দুই দেশ। হকিতে ভারত অলিম্পিক্সের মঞ্চে মোট আটবার সোনার পদক জিতেছে। টোকিও অলিম্পিক্সে এসেছিল ব্রোঞ্জ। গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম ছাড়াও ভারতের গ্রুপে ছিল আর্জেন্টিনা, নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ। একের পর এক দুর্দান্ত পারফর্ম করেই ভারত এসেছে হকির সেমিফাইনালে। প্রতিপক্ষ শক্তিশালী জার্মানি (India vs Germany Semifinal)। ১৯৬০ রোম অলিম্পিক্সে ভারত শেষবার জিতেছিল রুপো। এবার সেমিতে বাজিমাত করলেই রুপো নিশ্চিত। এই প্রতিবেদনে রইল কখন কোথায় কীভাবে দেখবেন ম্যাচ।
আরও পড়ুন: এক থ্রোয়ে ফাইনালে 'সোনার' ছেলে, পদকের স্বপ্ন দেখাচ্ছেন অবিশ্বাস্য ভিনেশ! তাঁদের ইভেন্ট কখন?
প্যারিস অলিম্পিক্সে ভারত বনাম জার্মানির মধ্যে পুরুষদের হকির সেমিফাইনাল ম্যাচ কবে খেলা হবে?
মঙ্গলবার (৬ অগাস্ট) ভারত-জার্মানির মধ্যে পুরুষ হকি দলের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্যারিস অলিম্পিক্সে ভারত বনাম জার্মানির মধ্যে পুরুষদের হকির সেমিফাইনাল ম্যাচ কখন শুরু হবে?
প্যারিস অলিম্পিক্সে ভারত বনাম জার্মানির মধ্যে পুরুষদের হকির সেমিফাইনাল ম্যাচ ভারতীয় সময়ে রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে।
প্যারিস অলিম্পিক্সে ভারত বনাম জার্মানির মধ্যে পুরুষদের হকির সেমিফাইনাল ম্যাচ টিভিতে কোথায় দেখা যাবে?
প্যারিস অলিম্পিক্সে ভারত বনাম জার্মানির মধ্যে পুরুষদের হকির সেমিফাইনাল ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করবে Sports18 Network.
প্যারিস অলিম্পিক্সে ভারত বনাম জার্মানির মধ্যে পুরুষদের হকির সেমিফাইনাল ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?
প্যারিস অলিম্পিক্সে ভারত বনাম জার্মানির মধ্যে পুরুষদের হকির সেমিফাইনাল ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করবে JioCinema
আরও পড়ুন:পদ্মাপারের হিন্দু ক্রিকেটারের বাড়িতে আগুন! যে খবর ছড়াচ্ছে তা কি আদৌ ঠিক? জানুন বিশদে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)