নিজের সাফল্যে কাকে ধন্যবাদ দিলেন বিরাট?

ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব তিনি। তিনি মাঠে নামলেই মুশকিল আসান। ২০-২০র যুদ্ধ থেকে ৫০ ওভার কিংবা টেস্ট ম্যাচ। ঝলসে ওঠে তাঁর ব্যাট। ভারতীয় ব্যাটিং লাইন আপের স্তম্ভ এখন বিরাট কোহলি। মাঠে নামলেই রেকর্ড। সাফল্যের শীর্ষ শিখরে এখন রয়েছেন কোহলি। কিন্তু তাঁর এই এত সাফল্যের পিছনে রহস্যটা কে? কে-ই বা তাঁর অনুপ্রেরণা? খোলসা করলেন বিরাট নিজেই।

Updated By: May 8, 2016, 03:11 PM IST
নিজের সাফল্যে কাকে ধন্যবাদ দিলেন বিরাট?

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের হার্টথ্রব তিনি। তিনি মাঠে নামলেই মুশকিল আসান। ২০-২০র যুদ্ধ থেকে ৫০ ওভার কিংবা টেস্ট ম্যাচ। ঝলসে ওঠে তাঁর ব্যাট। ভারতীয় ব্যাটিং লাইন আপের স্তম্ভ এখন বিরাট কোহলি। মাঠে নামলেই রেকর্ড। সাফল্যের শীর্ষ শিখরে এখন রয়েছেন কোহলি। কিন্তু তাঁর এই এত সাফল্যের পিছনে রহস্যটা কে? কে-ই বা তাঁর অনুপ্রেরণা? খোলসা করলেন বিরাট নিজেই।

কথায় আছে, প্রত্যেক সফল পুরুষের পিছনে অবদান থাকে এক নারীর। কোহলির সাফল্যেও প্রথম এবং প্রধান অবদান এক নারীর। সেই নারী আর অন্য কেউ নন তাঁর মা, সরোজ কোহলি।

মা সরোজ কোহলিই বিরাটের সাফল্যের অনুপ্রেরণা, ব্যর্থতার সঙ্গী। আজ মাদার্স ডে-তে মাকে এভাবেই টুইটারে শুভেচ্ছা জানালেন বিরাট।

.