ঝুঁকি নিয়েও খেলতে তৈরি ক্যাপ্টেন কুল

চেন্নাই অধিনায়ক নিজে জানাচ্ছেন চোট সেরকম গুরুতর নয়। ফলে পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামতে অসুবিধা হবে না তাঁর।

Updated By: Apr 17, 2018, 09:35 PM IST
ঝুঁকি নিয়েও খেলতে তৈরি ক্যাপ্টেন কুল
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: কোমরের চোট নিয়েই আইপিএলে খেলা চালিয়ে যেতে চান মহেন্দ্র সিং ধোনি। রবিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করার সময়ই কোমরে চোট পান মাহি। খেলার চলাকালীনই মাঠে ঢুকে ধোনির চিকিত্সকা করতে হয় চেন্নাই ফিজিওকে। যা দেখে অনেকেই ভাবতে শুরু করেন যে পরের ম্যাচগুলোয় হয়ত অনিশ্চিত হয়ে পড়লেন মাহি। যদিও চেন্নাই অধিনায়ক নিজে জানাচ্ছেন চোট সেরকম গুরুতর নয়। ফলে পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামতে অসুবিধা হবে না তাঁর। 

আরও পড়ুন- নাইটদের সাবাসি, শাহরুখকে অভিনন্দন মমতার

এমনিতে চোটের কারনে ছিটকে গেছেন কেদার যাদব। চোটের কবলে সুরেশ রায়না। তাই একটু ঝুঁকি নিয়েও খেলতে তৈরি ক্যাপ্টেন কুল। 

আরও পড়ুন- জাতীয় দলে ফিরছেন রাসেল

.