গোল মিসের চিন্তায় লালহলুদ, পাসিং ফুটবলে নজর সুভাষের
ফাইনালে ওঠার মধ্যেও লাল-হলুদ শিবিরে কাঁটার মত বিঁধছে সুভাষ আর খালিদের দূরত্ব। ফাইনালে উঠেই লালহলুদ টিডি বিঁধেছিলেন মুম্বইকরকে।
নিজস্ব প্রতিবেদন: সুপার কাপের ফাইনালে উঠে প্রথম টার্গেটে পৌঁছনো গেছে। তবে ট্রফি ছাড়া যে কোনও কিছুর মূল্য নেই, সেটা ভালই জানেন প্রবীন কোচ সুভাষ ভৌমিক। তাই সোমবার রাত থেকেই বর্ষীয়ান কোচের চোখ মেগা ফাইনালের দিকে।
আরও পড়ুন- সিন্ধুকে হারিয়ে সোনা জিতলেন সাইনা
কাতসুমি-আমনারা যে পাসিং ফুটবল খেলছেন,তা স্বস্তি দিচ্ছে সুভাষকে। একইসঙ্গে প্রতি ম্যাচে অসংখ্য গোল মিস চিন্তায় রাখছে তাঁকে। কেননা প্রতিদিন কিন্তু এত সুযোগ আসবে না। তাই ফাইনালের আগে সেদিকেই নজর দিতে চান সুভাষ।
আরও পড়ুন- শহরে ফিরলেন সোনার মেয়েরা
ফাইনালে ওঠার মধ্যেও লাল-হলুদ শিবিরে কাঁটার মত বিঁধছে সুভাষ আর খালিদের দূরত্ব। ফাইনালে উঠেই লালহলুদ টিডি বিঁধেছিলেন মুম্বইকরকে। বলেছিলেন আই লিগে কোনও পরিকল্পনাই ছিল না। শোনা যাচ্ছে সোমবার সেমিফাইনাল চলাকালীনও না কি একচোট হয় দুজনের মধ্যে। যখন গোল আসছিল না, তখন সুভাষ চাইছিলেন গ্যাব্রিয়েলকে নামাতে। কিন্তু খালিদ তা চাইছিলেন না। পরে কিছুটা জোর করেই গোয়ান উইঙ্গারকে নামিয়ে দেন সুভাষ। তার তাতেই বাজিমাত। গোল পেয়ে ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন- সুপার কাপের সেমিতে বাগানের হার, ফাইনালে সুনীলরা