IND vs NZ,4th T20I: 'মা তুঝে সেলাম...' ম্যাচ শুরুর আগে মেতে উঠল ওয়েলিংটন
দুই দলের ফিউসন ডান্স দেখা গেল ওয়েলিংটনে
নিজস্ব প্রতিবেদন: হ্যামিলটনে সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছে। এবার ক্লিন সুইপের লক্ষ্যে টিম ইন্ডিয়া। ওয়েলিংটনে চতুর্থ টি-টোয়েন্টিতে আমনে সামনে ভারত-নিউ জিল্যান্ড।
ম্যাচ শুরুর আগে 'মা তুঝে সেলাম...' গানে গম গম করে উঠল গোটা স্টেডিয়াম। স্থানীয় মারোই কালচারাল সোসাইটি গ্রুপ এবং নটরাজ স্কুল অফ ডান্স দুই দলের ফিউসন ডান্স দেখা গেল ওয়েলিংটনে , 'মা তুঝে সেলাম...' গানে।
The Wellington Maori Cultural Society group and Natraj School of Dance with a cultural fusion at @skystadium before play #culturescombined #NZvIND #cricketnation pic.twitter.com/3zuckX5ZXc
— BLACKCAPS (@BLACKCAPS) January 31, 2020
Just fan things #NZvIND pic.twitter.com/dS7NRvlfQM
— BCCI (@BCCI) January 31, 2020
এদিন ওয়েলিংটনে প্রবাসী ভারতীয়দের ভিড় চোখে পড়ল গ্যালারিতে। আর সেখানেই দেখা গেল বেশ কিছু মাহি ভক্তের হাহাকার। গ্যালারিতে WE MISS YOU DHONI লেখাটা ফুটে উঠেছে।
আরও পড়ুন - ICC U19 World Cup 2020: আয়োজক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের সেমি ফাইনালে বাংলাদেশ