Womens Asia Cup 2022: স্নেহ রানা-দীপ্তির দাপুটে বোলিং, থাইল্যান্ডকে নয় উইকেটে উড়িয়ে দিল স্মৃতির ভারত

Womens Asia Cup 2022: এশিয়া কাপের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করেছে ভারতের মহিলা দল । পাকিস্তান ছাড়া প্রত্যেকটি দলকেই হারিয়েছে হরমনপ্রীত কৌরের দল। তবে প্রতিযোগিতার প্রত্যেক ম্যাচেই ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। সোমবারের ম্যাচেও বিশ্রাম নিয়েছিলেন হরমন। সেই সঙ্গে রেণুকা সিং, রাধা যাদব ও দয়ালন হেমলতাকেও দলের বাইরেই রাখা হয়। থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধানা।

Updated By: Oct 10, 2022, 04:42 PM IST
Womens Asia Cup 2022: স্নেহ রানা-দীপ্তির দাপুটে বোলিং, থাইল্যান্ডকে নয় উইকেটে উড়িয়ে দিল স্মৃতির ভারত
ফাইনালের আগে ফর্মে ভারতের মহিলা দল। ছবি: টুইটার

থাইল্যান্ড: ৩৭ (স্নেহ রানা ৩-৯, রাজেশ্বরী ২-৮)
ভারত: ৪০/১ (মেঘানা ২০, পূজা বস্ত্রকর ১২)
ভারত ৯ উইকেটে জয়ী। 

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2022) সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ভারতের মহিলা দল (Indian Womens Cricket Team)। নিয়মরক্ষার ম্যাচে থাইল্যান্ডকে (Thailand Womens Cricket Team) গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৩৭ রানে গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। অল্প রান তাড়া করতে নেমে সহজেই ম্যাচ জিতে যায় ভারত। এর আগে পাকিস্তানকে (Pakistan Womens Cricket Team) হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল এই থাইল্যান্ড দল।  

এশিয়া কাপের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স করেছে ভারতের মহিলা দল । পাকিস্তান ছাড়া প্রত্যেকটি দলকেই হারিয়েছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। তবে প্রতিযোগিতার প্রত্যেক ম্যাচেই ভারতের প্রথম একাদশে বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল। সোমবারের ম্যাচেও বিশ্রাম নিয়েছিলেন হরমন। সেই সঙ্গে রেণুকা সিং, রাধা যাদব ও দয়ালন হেমলতাকেও দলের বাইরেই রাখা হয়। থাইল্যান্ডের বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

সোমবার টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্মৃতি। মাঠে নেমেই ভারতের বোলাররা বুঝিয়ে দেন, অধিনায়কের সিদ্ধান্ত কতখানি সঠিক ছিল। থাইল্যান্ডের ওপেনার নান্নাপাত কোনচারোয়েঙ্কাই একমাত্র দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন। মাত্র ১৬ ওভারে শেষ হয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। ভারতীয় বোলারদের মধ্যে সেরা ছিলেন স্নেহ রানা। চার ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। দু’টি করে উইকেট নেন দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড়।

আরও পড়ুন: Kapil Dev: চাঁছাছোলা মন্তব্য করে ফের বিতর্কে বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক! কপিলের ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: IND vs SA: মহম্মদ সিরাজ নয়, কার মানসিকতায় মুগ্ধ শিখর ধাওয়ান? জেনে নিন

বোলারদের দাপটের পাশাপাশি দুরন্ত পারফর্ম করেন ভারতীয় ফিল্ডাররাও। রান আটকানোর সঙ্গে অসাধারণ দু’টি রান আউটও করেন দীপ্তি-মেঘানারা। রান তাড়া করতে নেমে একেবারেই সমস্যায় পড়তে হয়নি ভারতকে। আক্রমণ করতে গিয়ে আউট হয়ে যান ভারতের ওপেনার শেফালি ভার্মা। তবে সহজেই ৩৮ রানের টার্গেট ছুঁয়ে ফেলে ভারত। ভারতের পাশাপাশি এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.