Women's T20 Challenge 2020: মেয়েদের আইপিএলের ঢাকে কাঠি, মরু শহরে পৌঁছে গেলেন হ্যারি, স্মৃতি, ঝুলনরা

আপাতত আমিরশাহিতে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন তাঁরা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 23, 2020, 04:14 PM IST
Women's T20 Challenge 2020: মেয়েদের আইপিএলের ঢাকে কাঠি, মরু শহরে পৌঁছে গেলেন হ্যারি, স্মৃতি, ঝুলনরা
ছবি সৌজন্যে : টুইটার

নিজস্ব প্রতিবেদন: মরু শহরে জমে উঠেছে আইপিএলের আসর। ছেলেদের আইপিএল-এর মাঝেই মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ঢাকে কাঠি পড়ে গেল। হরমনপ্রীত কৌর, মিতালি রাজ, ঝুলন গোস্বামী, স্মৃতি মন্ধনারা ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গেলেন।

আপাতত আমিরশাহিতে ছয় দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন তাঁরা। করোনাকালের ক্রিকেটে যাবতীয় নিয়ম মেনেই পিপিই-কিট পরে বিমানে বসে থাকা হরমনপ্রীতদের ছবি টুইট করা হয়েছে।

 

সুপারনোভাস, ট্রেলব্লেজার্স ও ভেলোসিটি- তিনটি দলের ক্যাপ্টেন হলেন যথাক্রমে- হরমনপ্রিত কউর, স্মৃতি মন্ধনা ও মিতালি রাজ।। বাংলার ঝুলন গোস্বামী রয়েছেন স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেলব্লেজার্স দলে।

 

একনজরে দেখে নিন Women's T20 Challenge-এর সূচি-
৪ নভেম্বর: সুপারনোভাস বনাম ভেলোসিটি
৫ নভেম্বর: ভেলোসিটি বনাম ট্রেলব্লেজার্স
৭ নভেম্বর : ট্রেলব্লেজার্স বনাম সুপারনোভাস
৯ নভেম্বর:  ফাইনাল ম্যাচ

*প্রতিটি খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়

ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এবার মহিলাদের আইপিএলে খেলবেন। এবার মহিলাদের আইপিএলে প্রথমবার থাইল্যান্ডের একজন ক্রিকেটার খেলবেন। থাইল্যান্ডের নত্তহাকম চন্তম দেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসাবে হাফ সেঞ্চুরি করেছিলেন। চার ম্যাচের টুর্নামেন্ট হবে আরব আমিরশাহিতে।

আরও পড়ুন - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ভাগাভাগি হতে পারে!

.