Women's World Cup, Jhulan Goswami: ইতিহাসের পাতায় 'চাকদহ এক্সপ্রেস'! বাংলার মেয়ের বিশ্বরেকর্ড

অবশেষে প্রত্যাশিত বিশ্বরেকর্ড করেই ফেললেন ঝুলন গোস্বামী ((Jhulan Goswami)। মেয়েদের বিশ্বকাপে (ICC Women's World Cup) এখন তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি।

Updated By: Mar 12, 2022, 02:40 PM IST
Women's World Cup, Jhulan Goswami: ইতিহাসের পাতায় 'চাকদহ এক্সপ্রেস'! বাংলার মেয়ের বিশ্বরেকর্ড
বিশ্বরেকর্ড করলেন ঝুলন গোস্বামী

নিজস্ব প্রতিবেদন: প্রত্যাশিত বিশ্বরেকর্ড করেই ফেললেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। শনিবার মেয়েদের বিশ্বকাপে (Women's World Cup 2022) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  (India Women vs West Indies Women) এক উইকেট নেওয়ার সঙ্গেই বাংলার ঝুলন আইসিসি-র এই শো-পিস ইভেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন। ৩৯ বছরের দেশের অভিজ্ঞ জোরে বোলার টপকে গেলেন অস্ট্রেলিয়ার প্রয়াত প্রাক্তন বোলার লিন ফুলস্টনকে (Lyn Fulltston)। তাঁর ঝুলিতে ছিল ৩৯টি উইকেট। এখন ঝুলনের সংগ্রহে ৪০টি উইকেট। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচেই ঝুলন বিশ্বরেকর্ড করতে পারতেন। ম্যাচে নামার আগে তাঁর বিশ্বকাপে প্রাপ্ত উইকেট সংখ্যা ছিল ৩৮। সেদিন ঝুলন জোড়া উইকেট নিতে পারেননি। কিউয়িদের বিরুদ্ধে ৯ ওভার বল করে ৪১ রান দিয়ে ১ উইকেট পান তিনি। তাঁর শিকার হন কেটি মার্টিন (৫১ বলে ৪১)। ৩৯ উইকেট নিয়ে ফুলস্টনকে স্পর্শ করছিলেন ঝুলন। এদিন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬ ওভার বল করে ঝুলন ৪৩ রান খরচ করে পান এক উইকেট। আনিসা মহম্মদ হন ঝুলনের বিশ্বকাপের ৪০ তম শিকার। আইসিসি ঝুলনের এই কৃতিত্ব টুইট করেছে ঝুলনকে 'লেজেন্ড' আখ্যা দিয়ে।

চলতি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া (India Womens)। সেই ম্যাচে ২৬ রানে ২ উইকেট পেয়েছিলেন 'চাকদহ এক্সপ্রেস'। বিশ্বকাপ অভিযানের আগে গত ফেব্রুয়ারি মাসে কিউইদের বিরুদ্ধে পাঁচটি একদিনের ম্যাচ খেলেছিল মিতালি রাজের দল। সেই সিরিজ ১-৪ ব্যবধানে হেরে গেলেও, ঝুলন নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন: Women's World Cup: ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারিয়ে দুরন্ত জয় ভারতের

আরও পড়ুন:  Women's World Cup, Mithali Raj: মেয়েদের বিশ্বকাপে অনন্য ইতিহাস মিতালি রাজের 

আরও পড়ুনWomen's World Cup: স্মৃতি-হরমনপ্রীতের জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি বিশ্বকাপে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

  

.