বিশ্ব তিরন্দাজিতে রজত চৌহানের হাত ধরে ইতিহাসে ভারত

কোপেনহেগেনে ইতিহাস সৃষ্টি করলেন রজত চৌহান। বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় ভারতের হয়ে ব্যক্তিগত বিভাগে পদক জিতে নজির গড়লেন তিনি। কম্পাউন্ড বিভাগের ফাইনালে রুপো জিতলেন ২০ বছরের ভারতের এই তিরন্দাজ। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় ডেনমার্কের স্টিফেন হানসেনের কাছে হেরে রুপো জিতলেন রজত। গতবছর এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি। এর আগে দুহাজার এগারো সালে মহিলাদের দলগত রিকার্ভ বিভাগে রুপো জিতেছিল দীপিকা কুমারি, চেকরোভুলো সুরো এবং বম্বেলা দেবি সমৃদ্ধ ভারতীয় দল।

Updated By: Aug 2, 2015, 06:06 PM IST
 বিশ্ব তিরন্দাজিতে রজত চৌহানের হাত ধরে ইতিহাসে ভারত

ব্যুরো: কোপেনহেগেনে ইতিহাস সৃষ্টি করলেন রজত চৌহান। বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় ভারতের হয়ে ব্যক্তিগত বিভাগে পদক জিতে নজির গড়লেন তিনি। কম্পাউন্ড বিভাগের ফাইনালে রুপো জিতলেন ২০ বছরের ভারতের এই তিরন্দাজ। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় ডেনমার্কের স্টিফেন হানসেনের কাছে হেরে রুপো জিতলেন রজত। গতবছর এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি। এর আগে দুহাজার এগারো সালে মহিলাদের দলগত রিকার্ভ বিভাগে রুপো জিতেছিল দীপিকা কুমারি, চেকরোভুলো সুরো এবং বম্বেলা দেবি সমৃদ্ধ ভারতীয় দল।

পদকজয়ী ভারতীয় তিরন্দাজ  রজত চৌহান কোপেনহেগেনে ইতিহাস সৃষ্টির পর বেশ খুশি ভারতের তিরন্দাজ দল।     

.