২০১৪ বিশ্বকাপ ব্রাজিলে

দুহাজার চোদ্দো ফুটবল বিশ্বকাপের আসর বসবে ব্রাজিলে।  ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাজিলের সাওপাওলোতে বিশ্বকাপের উদ্বোধনি ম্যাচ খেলা হবে।

Updated By: Oct 21, 2011, 05:36 PM IST

দুহাজার চোদ্দো ফুটবল বিশ্বকাপের আসর বসবে ব্রাজিলে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে ব্রাজিলের সাওপাওলোতে বিশ্বকাপের উদ্বোধনি ম্যাচ খেলা হবে। ফাইনাল খেলা হবে রিও দি জিনেরিওতে। এর মধ্যেই স্টেডিয়ামগুলির সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে।

.