কুল-চা দারুণ, স্বাদ বুঝতে ব্যর্থ বাকিরা : সচিন

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম একদিনের সিরিজ জয়ে অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি দুই রিস্ট স্পিনারের ভূমিকা অনস্বীকার্য। কুলদীপ যাদব এবং জুযবেন্দ্র চাহলের স্পিনে কুপোকাত্ প্রোটিয়াশিবির। আফ্রিকান সাফারিতে সিরিজ জয়ে 'কুল-চা' স্পিনের অনবদ্য ভূমিকা রয়েছে বলেই মনে করছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

Updated By: Feb 18, 2018, 12:04 PM IST
কুল-চা দারুণ, স্বাদ বুঝতে ব্যর্থ বাকিরা : সচিন
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম একদিনের সিরিজ জয়ে অধিনায়ক বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ের পাশাপাশি দুই রিস্ট স্পিনারের ভূমিকা অনস্বীকার্য। কুলদীপ যাদব এবং জুযবেন্দ্র চাহলের স্পিনে কুপোকাত্ প্রোটিয়াশিবির। আফ্রিকান সাফারিতে সিরিজ জয়ে 'কুল-চা' স্পিনের অনবদ্য ভূমিকা রয়েছে বলেই মনে করছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

আরও পড়ুন- ট্যাগ বা হেডলাইন হতে চাই না : বিরাট 

সচিন এদিন বলেন, "আমি মনে করি, ওরা দু'জনেই ধারাবাহিকভাবে দারুণ বোলিং করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দুই রিস্ট স্পিনার পিচের ওপর নির্ভরশীল নয়, আর সেটাই ভ্যালু অ্যাড করেছে দলে। এই বিষয়টা ভেবে আরও ভালো লাগছে যে, কুলদীপ এবং চাহলের বোলিং কীভাবে খেলবেন তা এখনও বুঝে উঠতে পারেননি বিশ্বের অন্যান্য দলের ব্যাটসম্যানরা।"

আগামী দিনে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবেন কুলদীপ-চাহল স্পিন জুটি, বলেও মনে করেন সচিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে 'কুল-চা' জুটির ঝুলিতে ৩৩টি উইকেট। পরিসংখ্যান বলছে, দেশের মাটিতে কিংবা বিদেশে কোনও সিরিজে ভারতীয় স্পিন জুটির এটাই সেরা পারফরম্যান্স।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়

.