World T20: রবিচন্দ্রন অশ্বিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে চান সঞ্জয় মঞ্জরেকর

একটি টিভি চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জরেকর বলেছেন, "এই মুহূর্তে ভারতীয় দলে অশ্বিনের প্রতিদ্বন্দ্বী কোথায়? স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহালের জায়গা পাকা। এই মুহূর্তে ছন্দে রয়েছে ও। রয়েছে অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন।" যোগ করেন, "গত কয়েকটি আইপিএলে দেখা গিয়েছে, অশ্বিন কিন্তু বেশ কার্যকর বোলিং করে তার দলের কাজে লেগেছে। তাই আমার মনে হয় চাহালের সঙ্গে অশ্বিনের জুটিটা জমবে ভাল।"  

Updated By: Aug 5, 2022, 08:44 PM IST
World T20: রবিচন্দ্রন অশ্বিনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে চান সঞ্জয় মঞ্জরেকর
অশ্বিনের পাশে মাঞ্জরেকর।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের (World T20) দলে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) ভারতীয় দলে (Team India) অন্তভুর্ক্ত করার জন্য জোরাল দাবি তুললেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। তার মতে, অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় বোলিং বিভাগের অন্য়তম চমক হতে পারেন অশ্বিন।

একটি টিভি চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জরেকর বলেছেন, "এই মুহূর্তে ভারতীয় দলে অশ্বিনের প্রতিদ্বন্দ্বী কোথায়? স্পিনার হিসেবে যুজবেন্দ্র চাহালের জায়গা পাকা। এই মুহূর্তে ছন্দে রয়েছে ও। রয়েছে অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন।" যোগ করেন, "গত কয়েকটি আইপিএলে দেখা গিয়েছে, অশ্বিন কিন্তু বেশ কার্যকর বোলিং করে তার দলের কাজে লেগেছে। তাই আমার মনে হয় চাহালের সঙ্গে অশ্বিনের জুটিটা জমবে ভাল।"

তামিলনাড়ুর এই অফস্পিনারের পক্ষে মঞ্জরেকর আরও বলেন, "টি-টোয়েন্টি ক্রিকেটে স্পিনারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কারণ মাঝের ওভারে স্পিনারেরাই হয় উইকেট নিয়ে বা রানের গতি কমিয়ে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে আসতে বড় ভূমিকা নেয়। যে ভাবে দক্ষিণ আফ্রিকার হয়ে তবরেজ শামসি ও কেশব মহারাজ করে থাকে। চাহালের সঙ্গে অশ্বিনকেও সে ভাবে ব্যবহার করা যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে।"

আরও পড়ুন: Shakib Al Hasan : 'ব্যাড বয়' শাকিবের বিরুদ্ধে ফের সরব বিসিবি! কিন্তু কেন?

আরও পড়ুন: CWG 2022 : লং জাম্পে রুপো পেলেও আক্ষেপ নেই শ্রীশঙ্করের

অশ্বিনের আঁটসাঁট বোলিং প্রসঙ্গে বলেন, "বিগত কয়েক বছরে অশ্বিন দুরন্ত ইকনমি রেখে বল করে যাচ্ছে। এ বার যদি সঙ্গে চাহাল কিংবা অন্য রিস্টস্পিনার সঙ্গে থাকে, তা হলে কিন্তু ভারতীয় স্পিন বিভাগ মাঝের দিকে চমক দেখাতে পারে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেটে অশ্বিন কিন্তু আঁটসাঁট বল করে বিপক্ষকে ধাক্কা দেওয়ার কৌশল আয়ত্ব করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম 'টি-টোয়েন্টি ম্যাচে উইকেট তুলে ভারতীয় দলকে সুবিধাজনক জায়গায় রেখেছিল অশ্বিন। ও বিশ্বকাপের দলে থাকলে অন্য স্পিনারও সুবিধা পাবে।"

অতীতে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সাফল্য়ের পিছনে বল ভূমিকা নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব। কিন্তু সম্প্রতি এই দুই রিস্ট স্পিনারের জুটি সে ভাবে সফল নয়। যে প্রসঙ্গে মঞ্জরেকর আরও বলেন, "এই জুটি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় ব্য়বহার করবে না বলেই মনে হয়। হয় অক্ষর-চাহাল খেলুক বা অথবা অশ্বিন চাহাল। যদি চাহাল অসুস্থ বা আনফিট থাকে, তা হলে কুলদীপকে নিয়ে ঝুঁকি নেওয়া যেতে পারে। কিন্তু কুলদীপ ও চাহালকে এক সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখার সম্ভাবনা কম। ওয়ান ডে ক্রিকেটে অবশ্য এই জুটিকে ব্য়বহার করা যেতেই পারে।"

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

 

.