WT20: আরও একবার Virat Kohli-কে টপকে গেলেন Babar Azam, কিন্তু কীভাবে?

স্বপ্নের ফর্মে রয়েছেন বাবর আজম। 

Updated By: Oct 29, 2021, 11:27 PM IST
WT20: আরও একবার Virat Kohli-কে টপকে গেলেন Babar Azam, কিন্তু কীভাবে?
ফের বিরাট কোহলিকে টেক্কা দিলেন বাবর আজম। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার যেন 'এক ঢিলে দুই পাখি' মারলেন বাবর আজম (Babar Azam)। তাঁর ৫১ রানের সৌজন্যে (WT20) আফগানিস্তানকে ৫ উইকেটে হারানোর জন্য চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল পাকিস্তান (Pakistan)। একই সঙ্গে এই ইনিংসের জন্য অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে (Virat Kohli) টেক্কা দিলেন তিনি। 

দুবাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রানের মাইলস্টোন টপকে যান বাবর আজম। সবথেকে কম ইনিংসে এই মাইলস্টোন টপকে নজির গড়েন তিনি। সুতরাং, অধিনায়ক হিসেবে ব্যাট করতে নেমে দ্রুততম ১০০০ রান করার রেকর্ড গড়লেন বাবর। আগে এই নজির কোহলির নামে ছিল। অধিনায়ক হিসবে ৩০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে ১০০০ রান করেছিলেন কোহলি। বাবর মাত্র ২৬ ইনিংসে অধিনায়ক হিসেবে হাজার এই রানের মাইলফলক টপকে গেলেন। 

আরও পড়ুন: WT20:কেন অনুশীলনে Pakistan-এর জাতীয় পতাকা দেখা যায়? কারণ জানালেন Saqlain Mushtaq

এর আগে চলতি বছরে বাবর ফের কোহলিকে পিছিয়ে দিয়েছিলেন। ৫২ ইনিংসে দ্রুততম ২০০০ রান করে কোহলিকে টেক্কা দিয়েছিলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.