WT20:কেন অনুশীলনে Pakistan-এর জাতীয় পতাকা দেখা যায়? কারণ জানালেন Saqlain Mushtaq

বাবর আজমদের অভিনব উদ্যোগ। 

Updated By: Oct 29, 2021, 09:31 PM IST
WT20:কেন অনুশীলনে Pakistan-এর জাতীয় পতাকা দেখা যায়? কারণ জানালেন Saqlain Mushtaq
জাতীয় পতাকা মাঠে পুঁতে দলীয় সংহতি তুলে ধরছে পাকিস্তান। ছবি: পিসিবি

নিজস্ব প্রতিবেদন: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) পাকিস্তান দল্লের অনুশীলন দেখলে দারুণ একটা ছবি চোখের সামনে আসবে। দেখা যাবে মাঠের একদিকে পোঁতা রয়েছে সেই দেশের জাতীয় পতাকা। কিন্তু কেন এমন অভিনব উদ্যোগ নিয়েছে বাবর আজমের (Babar Azam) দল? জানা গিয়েছে দলের প্রতিটি ক্রিকেটারকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের ক্রিকেট প্রেমীদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছে পাক টিম ম্যানেজমেন্ট। 

আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনের যাওয়ার সময় জাতীয় পতাকা নিয়ে আসতে দেখা গেল শাহিন শাহ আফ্রিদি ও মহম্মদ রিজওয়ানকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। সাংবাদিক সম্মেলনে জাতীয় পতাকা নিয়ে অনুশীলনে নিয়ে যাওয়ার কারণ জানালেন দলের ভারপ্রাপ্ত কোচ সাকলিন মুস্তাক (Saqlain Mushtaq)। 

আরও পড়ুন: WT20: কেমন হতে পারে New Zealand-এর বিরুদ্ধে Team India-র প্রথম একাদশ?

 

সাকলিন বলেছেন, "এই দলটা গোটা দেশের প্রতিনিধিত্ব করছে। দেখেই মনে হচ্ছে দেশের ২২ কোটি লোক এক হয়ে আমাদের জন্যে গলা ফাটাচ্ছে। তাছাড়া একাধিক নেতিবাচক দিক ছাড়াও আমরা সবাই জোটবদ্ধ। সেটা ক্রিকেট বিশ্বকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা এমন অভিনব উদ্যোগ নিলাম।" 

 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে মাঠে নামেনি নিউজিল্যান্ড। ফলে সেই সিরিজ বাতিল হয়ে যায়। এরপর কিউইদের দেখে বাবর আজমদের দেশে পা রাখতে রাজি হয়নি ইংল্যান্ড। তবে সেই সব নেতিবাচক ব্যাপার দূরে সরিয়ে চলতি প্রতিযোগিতায় দারুণ ছন্দে রয়েছে পাকিস্তান। গ্রুপ বি-তে ভারত এবং নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষস্থানে রয়েছে প্রতিবেশী দেশ। আফগানিস্তানের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচেও ভাল জায়গায় পাক দল। ফলে এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে টিকিট পাকা করে ফেলবে 'সবুজ আর্মি'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.