WT20: Lasith Malinga-কে টপকে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি Shakib Al Hasan

টি-টোয়েন্টি ফরম্যাটে 'শাকিব রাজ' চলছে। 

Updated By: Oct 17, 2021, 10:55 PM IST
WT20: Lasith Malinga-কে টপকে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি Shakib Al Hasan
টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার পর শাকিব। ছবি : আইসিসি

নিজস্ব প্রতিবেদন: একের পর এর রেকর্ড গড়েই চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বল হাতে ফের জ্বলে উঠলেন এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার (Sri Lanka) লাসিথ মালিঙ্গার (Lasith Malinga) রেকর্ড নিজের নামে করে টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট দখলে নজির গড়লেন শাকিব। 

স্কটল্যান্ডের ২টি উইকেট নেওয়ার সুবাদে একসঙ্গে জোড়া নজির গড়েন শাকিব। মাইকেল লিস্কের উইকেটটি ছিল শাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের ১০৮ নম্বর উইকেট। একই সঙ্গে এটি তিন ফর্ম্যাট মিলিয়ে ৬০০তম আন্তর্জাতিক উইকেটের মালিক হয়ে গেলেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন অধিনায়ক। 

 আরও পড়ুন: WT20: 'মেন্টর' হিসেবে Virat Kohli-র Team India-তে কাজ শুরু করে দিলেন Mahendra Singh Dhoni

 

এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড ছিল মালিঙ্গার দখলে ছিল। শ্রীলঙ্কার প্রাক্তন জোরে বোলার ৮৪টি ম্যাচে ১০৭টি উইকেট নিয়েছিলেন। সেখানে ৮৯ ম্যাচে শাকিবের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে  উইকেট সংখ্যা দাঁড়ায় ১০৮। স্বভাবতই তিনি মালিঙ্গাকে পিছনে ফেলে দিলেন। এছাড়া শাকিব টেস্টে ২১৫টি ও একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত ২৭৭টি উইকেট নিয়েছেন।

 

মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরই বল হাতে বাংলাদেশের শুরুটাও হয়েছে দুর্দান্ত। ম্যাচের তৃতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন সাইফউদ্দিন। এরপর আক্রমণে এসেই বাংলাদেশকে জোড়া আঘাত এনে দেন মেহেদি হাসান। নিজের তৃতীয় ওভারেও উইকেট পেয়েছেন মেহেদি। তবে এর মাঝে সাকিব ১৭ রানে ২ উইকেট নিলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.