Lionel Messi: মিয়ামিতে কোন ম্যানসনে পরিবার নিয়ে থাকবেন মেসি? চলুন ঘুরে আসা যাক
পিএসজি-র সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির হয়ে যাবেন মেসি। সবকিছু ঠিক থাকলে মায়ামির হয়ে মেসির প্রথম ম্যাচ খেলার কথা ২১ জুলাই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় বছর তিনেক আগেই নাকি লিওনেল মেসির (Lionel Messi) ভবিষ্যৎ পরিকল্পনা ছক কষা ছিল। তিনি ডেভিড বেকহ্যামের (David Beckham) সঙ্গে কথা বলেই ইন্টার মিয়ামিতে (Inter Miami) খেলবেন বলে স্থির করে রেখেছিলেন। সেই সময় তিনি ছিলেন বার্সেলোনায় (Barcelona) । তারপর তিনি খেলেন পিএসজি-তে (PSG)। কিন্তু তিনি চাইছিলেন আমেরিকায় খেলতে আসতে। মাঝে সৌদি আরবের (Saudi Arabia) ক্লাব প্রস্তাব দিলেও তিনি নিজের বিষয়ে পরিষ্কার ছিলেন।
না হলে আমেরিকার ফ্লোরিডায় তিনি কিনে রেখেছিলেন ৮০ কোটি টাকার ম্যানসন। সেই ভিলাতে কী নেই। সব রয়েছে, জিম, সুইমিং পুল, রেস্তোরাঁ, শপিং মল, গাড়ি পার্কিংয়ের এক অবাক করা জায়গা। একটি বিশেষ লিফট, যেটি করে মেসির ৬০তলার বাড়িতে গাড়ি উঠে যাবে চড়চড় করে। ওই ম্যানসনে রয়েছে আস্ত একটি সিনেমা হলও। সবাই মিলে বসে ৪০ আসনের ওই হলে সিনেমা দেখতে পারবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, "যে জীবন উপভোগ করতে পারছি, এতে নিজেকে ভাগ্যবান মনে করি। কিন্তু মাঝেমধ্যে একদম সাদাসিধে অখ্যাত জীবন কাটাতে ইচ্ছা করে। মার্কেটে যেতে, সিনেমা দেখতে বা কোনও রেস্তোরাঁয় গিয়ে খেতে ইচ্ছা করে, বিশেষ করে সঙ্গে যখন স্ত্রী ও আমার বাচ্চারা থাকে।"
আমেরিকার লিগকে বলা হয় মেজর সকার লিগ, সেই লিগের ইন্টার মিয়ামি ক্লাবে খেলতে পারেন মেসি, সেটি অনেক আগেই বলে রেখেছিলেন বেকহ্যাম। তিনি ক্লাবের অন্যতম অংশীদার।
পোরশে ডিজাইনের বহুতলে ফ্ল্যাট কিনে রাখতেই জল্পনা শুরু হয়ে যায়। ২০১৪ সালে নির্মিত এই টাওয়ারে শুধু গাড়ি উপরে তোলার জন্য একটি আলাদা লিফট রয়েছে। মেসির এই ফ্ল্যাট থেকে ইন্টার মিয়ামির স্টেডিয়ামের দূরত্ব মাত্র ২৫ মিনিট।
মেসির আমেরিকা খেলতে আসার আরও একটি কারণ রয়েছে। আর্জেন্টাইন জাদুকর চান তিনি যেন সাধারণ মানুষের ভিড়ে থেকে তাঁর স্ত্রী ও বাচ্চাদের নিয়ে জীবন অতিবাহিত করতে। সেটি স্পেনে কিংবা ফ্রান্সে সম্ভব হবে না, ইংল্যান্ডে তো আরই নয়।
এরকম জীবন কাটাতে হলে আমেরিকাই উপযুক্ত দেশ, কারণ ওই দেশে তারকাদের নিয়ে অতটা মাতামাতি হয় না। যে যাঁর মতো করে জীবন অতিবাহিত করতে পারে।