যুবরাজ সিংয়ের কামব্যাককে স্বাগত জানালেন মহারাজ

যুবরাজ সিংয়ের কামব্যাককে স্বাগত জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। যুবির জাতীয় দলে ফেরায় গম্ভীর, বীরুর ফেরার লড়াই কঠিন হয়ে গেল বলে মত ভারতের প্রাক্তন এই অধিনায়কের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে বলে ধারণা সৌরভের।

Updated By: Oct 4, 2013, 10:01 PM IST

যুবরাজ সিংয়ের কামব্যাককে স্বাগত জানিয়েছেন সৌরভ গাঙ্গুলি। যুবির জাতীয় দলে ফেরায় গম্ভীর, বীরুর ফেরার লড়াই কঠিন হয়ে গেল বলে মত ভারতের প্রাক্তন এই অধিনায়কের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে বলে ধারণা সৌরভের।
বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীররা কামব্যাক করতে পারেন নি। কিন্তু যুবরাজ সিং পেরেছেন। জাতীয় দলে যুবির অন্তর্ভূক্তি একেবারে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি। পাশাপাশি সেওয়াগ, গম্ভীরদেরও পারফর্ম করে দলে ঢুকতে হবে বলে মনে করেন মহারাজ।
ধোনিকে দেশের সেরা অধিনায়ক মানলেও পরবর্তী ১৫ মাস ধোনির কাছে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করেন সৌরভ।
টেস্ট সিরিজে ভারতের মাটিতে ধোনিদের কাছে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ হলেও একদিনের সিরিজে কিন্তু লড়াই হবে বলেই মনে করেন মহারাজ। 

.