২০১৯ বিশ্বকাপে ভারতের পরিকল্পনা ভুল ছিল, বললেন যুবরাজ
২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের মতে, বিজয় শঙ্কর আর ঋষভ পন্থের মতো ক্রিকেটারকেও বাছাই করা ভুল হয়েছিল।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ বিশ্বকাপের (ICC World Cup 2019) সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় টিম ইন্ডিয়াকে। বিশ্বকাপে ভারতীয় দলের এমন ব্যর্থতা প্রসঙ্গে যুবরাজ সিং (Yuvraj Singh) বলেন, বিশ্বকাপে ভারতের পরিকল্পনায় ভুল ছিল।
যুবির মতে, "বিশ্বকাপের আগে যেভাবে আম্বাতি রায়াডুকে ছেঁটে ফেলা হয়, সেটা খুবই হতাশাজনক। বিশ্বকাপের আগে এক বছর ধরে রায়াডুই চার নম্বরে ব্যাট করত। নিউ জিল্যান্ড সফরে শেষ ম্যাচেও ৯০ রান করেছিল। তারপরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ আর বিশ্বকাপ। ওকে বাদ দেওয়া ভুল হয়েছিল। "
আরও পড়ুন - অবসর ভেঙে কি ২০২০ টি-২০ বিশ্বকাপে খেলবেন এবি ডিভিলিয়ার্স?
২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের মতে, বিজয় শঙ্কর আর ঋষভ পন্থের মতো ক্রিকেটারকেও বাছাই করা ভুল হয়েছিল। কারণ হিসেবে তিনি বলেন , তাঁদের কারও কোনও অভিজ্ঞতা ছিল না। এপ্রসঙ্গে তিনি বলেন, "বিজয় শঙ্কর বিশ্বকাপের আগে মাত্র ৫টা ম্যাচ খেলেছিল। ঋষভও মাত্র কয়েকটা ম্যাচ খেলেছিল। ওদের কাছ থেকে আশা করেন কি করে বড় ম্যাচে পারফর্ম করবে?" সেই সঙ্গে সেমি ফাইনালে ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ধোনি কেন সাতে সেটাই তো বুঝতে পারছেন না যুবি।