অবসর ভেঙে কি ২০২০ টি-২০ বিশ্বকাপে খেলবেন এবি ডিভিলিয়ার্স?
এবি ডিভিলিয়র্স ২০১৮ সালের মে মাসে অবসর ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদন : অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স! আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কি তিনি খেলবেন? ইঙ্গিত অন্তত তেমনই। এমনকী সেই ইঙ্গিতে সায় মিলছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসির।
আরও পড়ুন- IND vs WI:বুধবার ভাইজাগে ডু অর ডাই ম্যাচ কোহলিদের
এবি ডিভিলিয়ার্স ২০১৮ সালের মে মাসে অবসর ঘোষণা করেন। যদিও তিনি বিদেশি বিভিন্ন লিগে খেলা চালিয়ে যাচ্ছেন। তবে এবিডি ২০১৯ বিশ্বকাপে অবসর ভেঙে ফিরে আসার কথা বললেও সে সময় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাঁকে দলে নেন নি। কিন্তু মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ হওয়ার পর মিস্টার ৩৬০ ডিগ্রিকে দলে ফেরাতে উদ্যোগী হয়েছেন আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।
আরও পড়ুন- ভুবনেশ্বর কুমারের 'চোট রহস্য' উদ্ধারে আসরে বোর্ড সচিব
প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসি জানান, "এবি আবার ক্রিকেটে ফিরে আসুক এটাই সবাই চায়। সত্যি কথা বলতে আমিও সেটাই চাই। এই নিয়ে আলোচনা শুরু হয়েছে।" অবসর ভেঙে এবি ডিভিলিয়ার্স ফিরে এলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হতে পারে দক্ষিণ আফ্রিকা।