বড় প্লেয়ার মানেই সে বড় কোচ হতে পারে না, মিথ ভাঙলেন জিদান

বড় প্লেয়ার মানেই সে বড় কোচ হতে পারে না। খেলাধুলার সার্কিটে এটাই প্রচলিত  মিথ। অতীতে অনেক বড় খেলোয়াড় কোচ হিসেবে ফ্লপ করেছেন। নজর কাড়তে পারেননি। শনিবার রাতে সেই মিথ ভেঙে চুরমার করে দিলেন জিনেদিন জিদান। খেলোয়াড় জীবনে তিনি ছিলেন কিংবদন্তী। জিদান ম্যাজিকেই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এবার কোচ জিদানকে রাতারাতি তারকা হতে দেখল ফুটবল দুনিয়া। রিয়ালের কোচের হটসিটে বসেছেন দুবছরও হয়নি। এরই মধ্যে দুদুবার জিদানের কোচিংয়ে ইউরোপ সেরা রিয়াল। চলতি মরশুমে স্প্যানিশ লা লিগাও জিতেছিলেন রোনাল্ডোরা।

Updated By: Jun 4, 2017, 11:32 PM IST
বড় প্লেয়ার মানেই সে বড় কোচ হতে পারে না, মিথ ভাঙলেন জিদান

ওয়েব ডেস্ক: বড় প্লেয়ার মানেই সে বড় কোচ হতে পারে না। খেলাধুলার সার্কিটে এটাই প্রচলিত  মিথ। অতীতে অনেক বড় খেলোয়াড় কোচ হিসেবে ফ্লপ করেছেন। নজর কাড়তে পারেননি। শনিবার রাতে সেই মিথ ভেঙে চুরমার করে দিলেন জিনেদিন জিদান। খেলোয়াড় জীবনে তিনি ছিলেন কিংবদন্তী। জিদান ম্যাজিকেই বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এবার কোচ জিদানকে রাতারাতি তারকা হতে দেখল ফুটবল দুনিয়া। রিয়ালের কোচের হটসিটে বসেছেন দুবছরও হয়নি। এরই মধ্যে দুদুবার জিদানের কোচিংয়ে ইউরোপ সেরা রিয়াল। চলতি মরশুমে স্প্যানিশ লা লিগাও জিতেছিলেন রোনাল্ডোরা।

আরও পড়ুন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন কিংবদন্তি রোনাল্ডো

ঠান্ডা মাথা,দুরন্ত ম্যান ম্যানেজমেন্ট। রোনাল্ডো,বেল,র‍্যামসদের হাইপ্রোফাইল ড্রেসিংরুম জিদান সামলেছেন দক্ষতার সঙ্গে। বিতর্ক ধারে কাছে ঢুকতে দেননি। রোনাল্ডোদের সামনে রেখে জিদান নিজে থেকেছেন পিছনের সারিতে। টানা দুবার ইউরোপ সেরা হওয়ার পরও শনিবার রাতে বাড়তি উচ্ছ্বাসপ্রকাশ করেননি রিয়ালের হেড স্যার। একটা সময় রিয়াল ছাড়ার কথা ভেবেছিলেন জিদান। তবে শনিবার রাতে ইউরোপ দখল করার পর জিদান বলেছেন সামনের মরশুমেও তিনি রিয়ালে থাকবেন। দলগঠনের কাঝও শুরু করবেন শীঘ্রই।

আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস, ইংল্যান্ড দলে নিল স্টিভেন ফিনকে

 

.