আজব কাণ্ড ক্রিকেটে! ব্য়াটিং কোচ ঢুকে পড়লেন স্কোয়াডে, খেলতে পারেন দলের হয়ে
কেউ চোট পেয়ে মাঠের বাইরে গেলে সমস্যা হতে পারে। তাই ব্যাটিং কোচকে দলে রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ব্যাটিং কোচকে স্কোয়াডে রেখেছে জিম্বাবোয়ে। বদলি ক্রিকেটার হিসেবে ব্যাটিং কোচ স্টুয়ার্ট মাতসিকেনেরির নাম তালিকায় রেখেছে তারা। বাংলাদেশের বিরুদ্ধে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ষোড়শ সদস্য হিসাবে জিম্বাবোয়ে স্কোয়াডে রয়েছেন দলের ব্যাটিং কোচ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। ছয় উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৩২১ রান।
জিম্বাবোয়ের শন উইলিয়ামস এখনও বাংলাদেশে আসেননি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য তিনি একমাত্র টেস্টেও খেলেননি। কন্যার বাবা হয়েছেন তিনি। পরের ওয়ান ডে ম্যাচে ও টি-২০ সিরিজে তাঁকে খেলতে দেখা যাবে। জিম্বাবোয়ের ১৪ সদস্যের স্কোয়াড-এর আরেকজন ক্রেইগ আরভিন হঠাত্ অসুস্থ হয়ে পড়েছেন। তাই ১৩ সদস্যের দল নিয়ে মাঠে আসে জিম্বাবোয়ে। প্রথম একাদশের বাইরে থাকা বাকি দুজন সদস্য এইনসলে এনডল্ভু ও কার্লটন টিশুমা দুইজনই বোলার। ফলে কেউ চোট পেয়ে মাঠের বাইরে গেলে সমস্যা হতে পারে। তাই ব্যাটিং কোচকে দলে রাখা হয়েছে।
আরও পড়ুন- দশ বছরের সেরা ক্যাচ ধরলেন স্যর জাদেজা! হা করে দেখার মতো ফিল্ডিং
কনকাশন সাব হিসাবে নামতে পারবেন ব্য়াটিং কোচ। ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন স্টুয়ার্ট মাতসিকেনেরি। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার বাংলাদেশে খেলে গিয়েছেন আগেও।