Heath Streak: মৃত্যুশয্যায় মহারথী! লড়ছেন মারণ রোগের সঙ্গে, এখন ক্যানসারের স্টেজ ফোরে

Zimbabwe's Former Captain Heath Streak Critically Ill With Stage 4 cancer: জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিথ স্ট্রিক লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যানসার।

Updated By: May 14, 2023, 05:03 PM IST
Heath Streak: মৃত্যুশয্যায় মহারথী! লড়ছেন মারণ রোগের সঙ্গে, এখন ক্যানসারের স্টেজ ফোরে
মৃত্যুশয্যায় হিথ স্ট্রিক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মন খারাপ করা খবর বাইশ গজে। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক (Heath Streak)!  লড়ছেন মারণ রোগের সঙ্গে। এখন ক্যানসারের স্টেজ ফোরে। বৃহদন্ত্র ও যকৃতে ক্যানসার ধরা পড়েছে ৪৯ বছরের ক্রিকেটারের। হিথের পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 'হিথের ক্যানসার ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সম্মানীয় ক্যানসার বিশেষজ্ঞের অধীনে রয়েছে হিথ। তবে কিন্তু ভালো স্পিরিটে রয়েছে। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে হিথ, ঠিক একই ভাবে এই রোগের সঙ্গেও তার লড়াই চলবে। হিথের পরিবার আশা করে যে, আপনারা বিষয়টি ব্যক্তিগত পারিবারিক বিষয় হিসাবেই রাখবেন। পরিবারের ইচ্ছা বুঝে সম্মান করবেন। আপনাদের প্রার্থনা এবং শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।'

১৯৯০-২০০০ সালের শুরুর দিক পর্যন্ত হিথ ছিলেন জিম্বাবোয়ে ক্রিকেটের বিরাট চরিত্র। সেই সময় জিম্বাবোয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের দাপট দেখিয়েছে। হিথ দেশের হয়ে ৬৫টি টেস্ট (১৯৯০ রান ও ২১৬টি উইকেট) ও ১৯৮টি ওয়ানডে (২৯৪৩ রান ও ২৩৯ উইকেট) খেলেছেন। জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদের জন্য ২০০৪ সালে অধিনায়কের পদ ছেড়ে দিয়েছিলেন হিথ। ২০০৫ সালে মাত্র ৩১ বছর বয়সেই দেশের জার্সি তুলে রেখেছিলেন। হিথ একমাত্র জিম্বাবোয়ের বোলার, যাঁর ঝুলিতে ১০০-র ওপর টেস্ট উইকেট ও ২০০-র ওপর ওয়ানডে উইকেট আছে।

আরও পড়ুন: Virat Kohli: ৩৪ মাস ১০২০ দিন পর শতরান করে কার সামনে কেঁদে ফেলেছিলেন বিরাট? নাম জানলে চমকে উঠবেন

বোর্ডের সঙ্গে ঝামেলার জন্য ২০০০ সালে বহু ক্রিকেটার জাতীয় দল থেকে নিজেদের সরিয়ে নেন। সেই সময়ে হিথ দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২১ সালে আট বছরের জন্য হিথ ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন। আইসিসি-র অ্যান্টি করাপশান কোড ভেঙেছিলেন পাঁচবার। বিটকয়েনের মাধ্যমে সম্ভাব্য দুর্নীতিবাজের থেকে পেমেন্ট নিয়েছিলেন। হিথ স্বীকার করেন যে, তিনি দলের ভিতরের খবর ফাঁস করেছিলেন। পাশাপাশি হিথ এও বলেন যে, তিনি কোনও ভাবেই ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন না। হিথ ক্রিকেট ছাড়ার পর বাংলাদেশ, কলকাতা নাইট রাইডার্স ও সমারসেটের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় দলের হয়েও একাধিক ভূমিকায় পাওয়া গিয়েছে তাঁকে। হিথের আরোগ্য কামনায় প্রার্থনা করছেন ফ্যানরা। 

.