মায়ের হাতে শারীরিক নিগ্রহ ২ বছরের শিশুর, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও

ওই শিশুটির ঘুমনোর সময়টুকু বাদ দিয়ে বাকি সব সময়টুকু-ই চলে মারধর।

Updated By: Apr 28, 2022, 05:25 PM IST
মায়ের হাতে শারীরিক নিগ্রহ ২ বছরের শিশুর, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : ২ বছরের শিশুপুত্রকে বেধড়ক মারধর করছে মা। শিশুটি কাঁদতে থাকলেও নিস্তার নেই। মারধরের এমনই করুণ ছবি এবার ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি দত্তপুকুরের। 

এই ঘটনায় দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিবেশীরা। যদিও তাঁদের দাবি, তাতেও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। দত্তপুকুর থানার দিঘড়া বড় বাগান এলাকায় থাকে ২ বছরের ওই ছোট্ট শিশুটি। তার উপরই অমানুষিক অত্যাচার করার অভিযোগ উঠেছে শিশুটির মায়ের বিরুদ্ধে। মারধর, শারীরিক নিগ্রহ। পা দিয়ে লাথি, কিল, চড়, ঘুঁষি কিছুই বাদ নেই। মারধরের সেই  ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁরা প্রতিবাদ করলে তাঁদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এমনকি তাঁদেরকেও মারধরের হুমকি দেওয়া হয়। এঘটনায় পুলিসে একাধিক বার লিখিত অভিযোগ করেও কোন কাজ হয়নি বলে দাবি প্রতিবেশীদের। তাঁদের অভিযোগ, ওই শিশুটির ঘুমনোর সময়টুকু বাদ দিয়ে বাকি সব সময়টুকু-ই চলে মারধর। এমনকি ওই শিশুটিকে বাড়ির বাইরে পর্যন্ত বেরতে দেওয়া হয় না।

আরও পড়ুন, Arjun Singh: পাটশিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি, মমতাকে পাশে চাইলেন অর্জুন

বাংলা সহায়তা কেন্দ্রে চাকরির নামে প্রতারণা, অভিযুক্তকে আটকে রেখে পুলিস ডাকল প্রতারিতরা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)        

.