শিলিগুড়িতে কোটি টাকার ব্রাউন সুগার সহ ধৃত ৪ পাচারকারী

অভিযুক্তরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সাথে জড়িত এবং একটি সংগঠিত ড্রাগ কার্টেলের সদস্য।

Updated By: Apr 27, 2022, 06:40 PM IST
শিলিগুড়িতে কোটি টাকার ব্রাউন সুগার সহ ধৃত ৪ পাচারকারী
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : ফের পুলিসের জালে ৪  মাদক পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হল কোটি টাকার ব্রাউন সুগার। 

ফের সক্রিয় মাদক পাচারকারী। শিলিগুড়িকে করিডর করে ভিন দেশ বা ভিন রাজ্যে মাদক পাচার এখন পাচারকারীদের নিত্যদিনের কাজ। তবে মাদক মুক্ত শহর গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। তাদের লাগাতার অভিযানে বর্তমানে পাচারকারীরা অনেকাংশে কোণঠাসা। তবে বেশ কিছু মাদক চক্র এখনও বেশ সক্রিয়।

শুক্রবার এমনই এক মাদকচক্রের ৪ পান্ডাকে গ্রেফতার করল  SOG এবং এন জে পি থানা। যৌথ অভিযানে এনজেপি  থানার অধীনস্থ  পোরাঝার এলাকা থেকে চারজনকে গ্রেফতার  করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কিলোগ্রাম ব্রাউন সুগার। যার বাজারে মূল্য আনুমানিক ২ কোটি ১০ লক্ষ টাকা। 

ধৃতরা হল, আব্দুল রজ্জাক, মুসিদুল মন্ডল। এরা দুজন নদিয়া জেলার  পলাশিপাড়ারর বাসিন্দা। অন্য দুজন হাবিবুর এসকে এবং আতিকুল ইসলাম মুশিদাবাদের শংকরপাড়ার বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে মাদক সরবরাহের সাথে জড়িত এবং একটি সংগঠিত ড্রাগ কার্টেলের সদস্য। ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, Heatwave: মানবিক পুলিস! হাঁসফাঁস গরমে পথচারী-গাড়িচালকদের তেষ্টা মেটাচ্ছে ORS জল-বাতাসায়

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.