৪ কাউন্সিলরের দলে যোগদান, বনগাঁ পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি তৃণমূলের

হাইকোর্টে গিয়ে তাদের পক্ষে থাকা ১৪ জনের জানাতে হবে তৃণমূল কংগ্রেসকে।

Updated By: Aug 8, 2019, 04:51 PM IST
৪ কাউন্সিলরের দলে যোগদান, বনগাঁ পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন : বনগাঁয় ফের সংখ্যাগরিষ্ঠ তারা। এমটাই দাবি করছে তৃণমূল। আজ আনুষ্ঠানিকভাবে বনগাঁ পুরসভার ৪ কাউন্সিলর তৃণমূলে যোগ দেয়। আর এরফলে তাদের পক্ষে ১৪ জন কাউন্সিলর হল বলে দাবি করেছে তৃণমূল।

যে ১১ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছিল,তার মধ্যে থেকে ৪ জন ফের ঘাসফুলের ছাতার তলায় ফেরত এসেছে বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, অর্জুন সিং ভয় দেখাচ্ছেন। তাই বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করেছিলেন এই কাউন্সিলরা।

আরও পড়ুন, হাড়োয়া তৃণমূলনেতাকে কুপিয়ে গুলি করে খুন, অভিযুক্ত বিজেপি

এখনও গোটা বিষয়টি হাইকোর্টে বিচারাধীন। তাই হাইকোর্টে গিয়ে তাদের পক্ষে থাকা ১৪ জনের জানাতে হবে তৃণমূল কংগ্রেসকে। আজ নগরায়ন ভবনে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেয় ৪ জন কাউন্সিলর। সঙ্গে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকও।

.