মত্স্যজীবীদের অপহরণ করতে এসে পুলিসের জালে চার বাংলাদেশি জলদস্যু

সুন্দরবনে মত্‍স্যজীবীদের অপহরণ করতে এসে, পুলিসের জালে চার বাংলাদেশি জলদস্যু। গতকাল গভীর রাতে, মাতলা নদীর বেনিফেলি জঙ্গলের কাছে তারা ধরা পড়ে।

Updated By: Dec 9, 2017, 08:06 PM IST
মত্স্যজীবীদের অপহরণ করতে এসে পুলিসের জালে চার বাংলাদেশি জলদস্যু

নিজস্ব প্রতিবেদন: সুন্দরবনে মত্‍স্যজীবীদের অপহরণ করতে এসে, পুলিসের জালে চার বাংলাদেশি জলদস্যু। গতকাল গভীর রাতে, মাতলা নদীর বেনিফেলি জঙ্গলের কাছে তারা ধরা পড়ে।

আরও পড়ুন : খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা দিঘায়

কয়েকদিন আগেই গোয়েন্দাদের কাছে গোপন সূত্রে খবর আসে, বাংলাদেশি জলদস্যুরা সুন্দরবনে ঢুকে পড়েছে। লাগাতার তল্লাসির পর গতকাল অবশেষে তাদের খোঁজ মেলে। এরপরই কুলতলি থানা, মৈপীঠ উপকূল থানা, স্পেশাল অপারেশন গ্রুপ ও জেলা গোয়েন্দা বিভাগ একযোগে লঞ্চ, স্পিড বোট নিয়ে কুয়াশা, বৃষ্টি উপেক্ষা করেই অভিযান শুরু করে। নদীতে তাদের তাড়া করে, বোট সহ চারজনকে ধরে ফেলেন তাঁরা। ধৃতেরা সবাই বাংলাদেশের সাতক্ষিরা জেলার কালিঞ্চি গ্রামের বাসিন্দা। তাদের কাছ থেকে পাঁচটি একনলা লম্বা বন্দুক, দুটি ওয়ান শটার ও চোদ্দো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। রাতের অন্ধকারের সুযোগে একজন জলদস্যু নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে জঙ্গলে ঢুকে যায়। আরও একটি বোট সহ জলদস্যুদের আরেকটি দল এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর। তাদের খোঁজে তল্লাসি চলছে।

আরও পড়ুন : বড়দিনের আগেই স্বমহিমায় ফিরছে টয় ট্রেন

.