Balurghat: সিনেমা হলে 'অশালীন কাজ'! 'চরম আপত্তিকর' অবস্থায় ধৃত ৪ মহিলা ও ৬ পুরুষ

আইসি আসীম গোপ জানিয়েছেন, চরম অশালীন আচরণ করছিল ধৃতরা। চরম আপত্তিকর অবস্থায় পাওয়া যায়।

Updated By: Dec 1, 2021, 05:34 PM IST
Balurghat: সিনেমা হলে 'অশালীন কাজ'! 'চরম আপত্তিকর' অবস্থায় ধৃত ৪ মহিলা ও ৬ পুরুষ
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন :  সিনেমা হলের মধ্যে চলছিল অশালীন কর্মকাণ্ড! অভিযোগ এমনই। কুকর্মের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিস। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকার সত্যজিৎ মঞ্চে। ধৃতদের মধ্যে ৪ জন মহিলা ও ৬ জন পুরুষ। ধৃত ৬ পুরুষের মধ্যে একজন সিনেমা হলের ম্যানেজার। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সত্যজিৎ মঞ্চে অভিযান চালায় বালুরঘাট থানার বিশাল পুলিসবাহিনী।

সেইসময় সত্যজিৎ মঞ্চে সিনেমা চলছিল। সিনেমা চলাকালীন-ই অভিযান চালায় পুলিস। হলের মধ্য়ে ঢুকে পড়ে পুলিস। তখনই 'হাতেনাতে' ধরা পড়ে ৪ মহিলা ও ৬ পুরুষ। আইসি আসীম গোপ জানিয়েছেন, চরম অশালীন আচরণ করছিল ধৃতরা। চরম আপত্তিকর অবস্থায় পাওয়া যায় ধৃতদের। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিস।

আরও পড়ুন, Rampurhat: স্কুল খুলতেই কোভিড পজিটিভ শিক্ষিকা, ফের বন্ধ পঠনপাঠন

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App