ধান ব্যবসায়ীদের লুঠের ঘটনায় বমাল গ্রেফতার ৫ দুষ্কৃতী
ব্যবসায়ীদের গাড়ি আটকে লুঠের ঘটনার কিনারা। ৫ দুষ্কৃতীকে বমাল গ্রেফতার করল পুলিস। উদ্ধার হয়েছে হাতুড়ি, ধারালো অস্ত্র সহ ১৪ লক্ষ ১০ হাজার টাকা। সোমবার গভীর রাতে ৪১ নং জাতীয় সড়কে গাড়ি আটকে ৪২ লক্ষ টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা।
Updated By: Jul 6, 2017, 11:21 PM IST
