নতুন ব্রিজের গার্ডার লঞ্চ, ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব রেলের ৬৭ Local Train বাতিল
সকাল সাড়ে নটা থেকে বিকেল ৪টে বেজে ৫০ মিনিট পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে ওই রুটে।
নিজস্ব প্রতিবেদন- সাঁকরাইল থেকে আন্দুলের মাঝে একটি ব্রিজের গার্ডার লঞ্চ হবে। তাই ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) তিনটি এক্সপ্রেস ও ৬৭টি লোকাল ট্রেন বাতিল থাকবে। সকাল সাড়ে নটা থেকে বিকেল ৪টে বেজে ৫০ মিনিট পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে ওই রুটে। জানা গিয়েছে, সাঁকরাইল থেকে আন্দুলের মাঝে ৬৩ মিটার লম্বা গার্ডার লঞ্চ হবে।
সাঁকরাইল স্টেশন Coaching Terminal হিসাবে গড়ে তোলা হবে বলে আগেই জানিয়েছিল রেল কর্তৃপক্ষ (Indian Railways)। অদূর ভবিষ্যতে সাঁকরাইল থেকে আরও বেশি সংখ্যক দূরপাল্লা ও লোকাল ট্রেন সেখান থেকে চলাচল করবে। শালিমার স্টেশনের উপর চাপ কমাতেই সাঁকরাইলকে বিকল্প হিসাবে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছিল রেল। তাই ৮.৭ কিমি দীর্ঘ আলাদা রেললাইন সাঁকরাইল থেকে সাঁতরাগাছি হয়ে শালিমার পর্যন্ত জুড়বে। এই নতুন লাইনে সাঁকরাইল ও আন্দুলের মাঝে একটি ফ্লাইওভার হবে। সেটি ৬৩ মিটার লম্বা ও ৬.১৫ মিটার চওড়া হবে।
আরও পড়ুন- রাস্তার পাশে জঙ্গলে পড়ে শয়ে শয়ে নতুন স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড, জোর চাঞ্চল্য
রেলের তরফে জানানো হয়েছ, ২৭ ফেব্রুয়ারি ৩৪টি আপ ও ৩৩টি ডাউন EMU লোকাল বাতিল থাকবে।