Malda Death: আচমকাই প্রবল ঝড়-বৃষ্টি, মালদহে বজ্রাঘাতে ৭ জনের মৃত্যু
বিকট শব্দে অসুস্থ ৭ জন স্কুলপড়ুয়া। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।
রণজয় সিংহ: মালদহে প্রবল ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রপাত! বাজ পড়ে মৃত্যু হল ৭ জনের। বিকট শব্দে অসুস্থ পড়ল ৭ জন স্কুলপড়ুয়াও। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।
বৃষ্টি হলেই বজ্রপাত, মৃত্যু! অস্বস্তিকর গরমের পর সেদিন বৃষ্টি নেমেছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই। বিকেলে ইএম বাইপাস লাগোয়া ধাপার মাঠে ময়লা তুলে গিয়েছিলেন ৪ মহিলা। বজ্রাঘাতে গুরুতর হন তাঁরা। এনআরএস হাসপাতালে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবার ব্রজঘাতে মৃত্যু ঘটনা ঘটল মালদহে।
আরও পড়ুন: Jalpaiguri River: ঘরের দরজায় এসে হাজির নদী, পাহাড় কাটার বদলা নিতে ফুঁসছে জুরুন্তী
ঘড়িতে ৩টে। এদিন দুপুরে আচমকাই আকাশ কালো তুমুল বৃষ্টি শুরু হয় মালদহে। ঝড় ওঠে। জেলাশাসক জানিয়েছেন, বাড় পড়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের ৪, কালিয়াচক ৩ নম্বর ব্লকে ১, কালিয়াচক ১ নম্বর ব্লকে ১ ও ওল্ড মালদহে ব্লকেও ১ জনের মৃত্যু হয়েছে। যখন বৃষ্টি হচ্ছিল, তখন মৃতেরা সকলেই মাঠে কাজ করছিলেন।