Malda Death: আচমকাই প্রবল ঝড়-বৃষ্টি, মালদহে বজ্রাঘাতে ৭ জনের মৃত্যু

 বিকট শব্দে অসুস্থ ৭ জন স্কুলপড়ুয়া।  তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।

Updated By: Jun 21, 2023, 10:26 PM IST
Malda Death: আচমকাই প্রবল ঝড়-বৃষ্টি, মালদহে বজ্রাঘাতে ৭ জনের মৃত্যু

রণজয় সিংহ: মালদহে প্রবল ঝড়বৃষ্টি। সঙ্গে বজ্রপাত! বাজ পড়ে মৃত্যু হল ৭ জনের। বিকট শব্দে অসুস্থ পড়ল ৭ জন স্কুলপড়ুয়াও। তাদের চিকিৎসা চলছে হাসপাতালে।

বৃষ্টি হলেই বজ্রপাত, মৃত্যু! অস্বস্তিকর গরমের পর সেদিন বৃষ্টি নেমেছিল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই। বিকেলে ইএম বাইপাস লাগোয়া ধাপার মাঠে ময়লা তুলে গিয়েছিলেন ৪ মহিলা। বজ্রাঘাতে গুরুতর হন তাঁরা। এনআরএস হাসপাতালে যাওয়া হলে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবার ব্রজঘাতে মৃত্যু ঘটনা ঘটল মালদহে।

আরও পড়ুন: Jalpaiguri River: ঘরের দরজায় এসে হাজির নদী, পাহাড় কাটার বদলা নিতে ফুঁসছে জুরুন্তী

ঘড়িতে ৩টে। এদিন দুপুরে আচমকাই আকাশ কালো তুমুল বৃষ্টি শুরু হয় মালদহে। ঝড় ওঠে। জেলাশাসক জানিয়েছেন, বাড় পড়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের ৪,  কালিয়াচক ৩ নম্বর ব্লকে ১, কালিয়াচক ১ নম্বর ব্লকে  ১ ও ওল্ড মালদহে ব্লকেও ১ জনের মৃত্যু হয়েছে। যখন বৃষ্টি হচ্ছিল, তখন মৃতেরা সকলেই মাঠে কাজ করছিলেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.