Jalpaiguri: নেশার ঘোর! ফ্লাইওভারের পিলারে চড়লেন লটারি বিক্রেতা, এরপর যা ঘটল...

ঘটনাস্থলে পুলিস ও দমকল

Updated By: Apr 16, 2022, 08:38 PM IST
Jalpaiguri: নেশার ঘোর! ফ্লাইওভারের পিলারে চড়লেন লটারি বিক্রেতা, এরপর যা ঘটল...

নিজস্ব প্রতিবেদন: ফ্লাইওভারের পিলারে উঠে ঘাপটি মেরে বসে এক যুবক। কিছুতেই নামতে চাইছিল না। শেষে দু'ঘণ্টার চেষ্টার কোমরে দড়ি বেঁধে যুবককে রক্ষা করলেন দমকল কর্মীরা। 

শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মোহিতনগর  ফ্লাইওভারে। অভিযোগ, ফ্লাইওভারের উপর উঠে যায় এক ব্যক্তি। স্থানীয়রা তাঁর কীর্তি দেখতে পান। তাঁরাই পুলিসকে খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিস। তাঁরা'ই দমকলে খবর দেন।

এরপর ঘটনাস্থলে ছুটে যায় দমকলের বিশাল বাহিনী। প্রায় দু'ঘণ্টার চেষ্টার পর মেলে সফলতা। ওই যুবকের কাছে পৌঁছান দমকল কর্মীরা। কোমড়ে দড়ি বেঁধে তাঁকে ফ্লাইওভারের পিলার থেকে নামান তাঁরা। 

পুলিস সূত্রে খবর, ৪২ বছরের ওই যুবকের নাম যমুনা বর্মন। বাড়ি কোচবিহার জেলার খাগড়াবাড়িতে। কিন্তু সে মোহিত নগর এলাকায় থাকে। সে পেশায় লটারি বিক্রেতা। ঘটনার সময় যুবকটি নেশাগ্রস্ত ছিল। নেশার ঘোরে সে ফ্লাইওভারের পিলারে উঠে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বাড়িতে খবর দেন পুলিস কর্মীরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.