বিশ্বকর্মা পুজোর আগের রাতেই গ্যারেজে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের
ভাকুড়ি মোড় এলাকায় তরুণ হালদারের একটি চায়ের দোকান রয়েছে। স্ত্রীর সঙ্গে সেই চায়ের দোকান চালাতেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: বিশ্বকর্মা পুজোর আগের রাতেই গ্যারেজের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রতিবন্ধী যুবকের। ঘটনাটি ঘটেছে বহরমপুরের ভাকুড়ি মোড় এলাকায়। মৃতের নাম তরুণ হালদার।
ভাকুড়ি মোড় এলাকায় তরুণ হালদারের একটি চায়ের দোকান রয়েছে। স্ত্রীর সঙ্গে সেই চায়ের দোকান চালাতেন তিনি। পাশেই তাঁর দাদার দোকান। মৃতের দাদার বয়ান অনুযায়ী, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ে তিনি তাঁর ভাইকেও ডাকেন। সেইসময় পাশের গ্যারেজ মালিক জানান, বিশ্বকর্মা পুজোর কিছু প্রস্তুতি রয়েছে। তরুণকে কাজে লাগতে পারে। তাছাড়া রাতে খাওয়াদাওয়ারও আয়োজন করা হয়েছিল। তরুণ রাতে গ্যারেজেই থেকে যান।
কাপড়ের পুটলির মধ্যে অস্ত্র লুকিয়ে পাচার, পুলিসের জালে পাণ্ডা
বুধবার ভোরে বাড়িতে খবর যায়, তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, রাতে গ্যারেজে মদের আসর বসে। সেখানে কোনও বিষয়ে বচসার জেরেই এই ঘটনা। তদন্ত শুরু করেছে পুলিস।