কাপড়ের পুটলির মধ্যে অস্ত্র লুকিয়ে পাচার, পুলিসের জালে পাণ্ডা
ধৄতের নাম হায়দার আলি৷ সে দক্ষিন কলকাতা এলাকার মেটিয়াবুরুজের বাসিন্দা৷
নিজস্ব প্রতিবেদন: ট্রেনে বস্ত্র নিয়ে হকারির পাশাপাশি অস্ত্র নিয়ে কারবার ৷ কাপড়ের মধ্যে অস্ত্র লুকিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ৷ ধৄতের নাম হায়দার আলি৷ সে দক্ষিন কলকাতা এলাকার মেটিয়াবুরুজের বাসিন্দা৷
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি ওয়ান সাটার বন্দুক ও ৪০ রাউন্ড গুলি৷ গোপন সুত্রে খবর পেয়ে বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ মঙ্গলবার বারুইপুর থানার এলাকার কুমোরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে৷
দিদির আঁচলের তলায় লুকিয়ে থাকলেও সিবিআই রাজীবকে টেনে বার করবে: দিলীপ ঘোষ
জানা গিয়েছে সূর্যপুর ষ্টেশনে নেমে একটি অটোতে চেপে কুমোরহাটে পৌঁছায় সে৷ সেইসময় বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপের ওসি লক্ষ্মীকান্ত বিশ্বাসের নেতৄত্বে সাদা পোশাকে থাকা পুলিশকর্মীরা তাকে গ্রেফতার করে৷ তাকে কাপড়ের ব্যবসায়ী বলেই জানত এলাকার বাসিন্দারা৷ কাপড়ের পুটলির মধ্যে অস্ত্র উদ্ধার হওয়ায় অবাক তাঁরা৷
তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্র আমদানির মূল চক্রীর নাম জানার চেষ্টা করছে পুলিস। দুদিন আগেই জীবনতলা থানা এলাকায় অস্ত্র কারখানা ও প্রচুর অস্ত্রের হদিস পেয়েছিল বারুইপুর জেলা পুলিস৷