Burdwan: পাওনাদারদের চাপে আত্মহত্যা? দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক ২

লকডাউনের সময়ে কয়েক লক্ষ টাকা ধার করেছিলেন তিনি।

Updated By: Mar 31, 2022, 06:26 PM IST
Burdwan:  পাওনাদারদের চাপে আত্মহত্যা? দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদন: পাওনাদারদের চাপেই কি আত্মহত্যা? ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিস। বাজেয়াপ্ত করা হল মৃতের মোবাইল। আটক ২। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঘটনা।

জানা গিয়েছে, মৃতের নাম প্রসেনজিৎ মল্লিক। বাড়ি, কেতুগ্রাম থানার শাঁখাই গ্রামে। রাজস্থানে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। লকডাউনের সময়ে কাজ হারান তিনি। পরিবারের লোকেদের দাবি, তখন সংসার চালানোর জন্য চড়া সুদে কয়েক লক্ষ টাকা ধার করেছিলেন প্রসেনজিৎ। বৃহস্পতিবার পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল। 

আরও পড়ুন: Bike As Dowry: 'শ্বশুরের কাছ থেকে বাইক চাই', না পাওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে 'খুন' স্বামীর

তাহলে? অভিযোগ, গত কয়েক দিন ধরে টাকা ফেরত চেয়ে চাপ দিচ্ছিলেন পাওনাদাররা। কিন্তু নির্দিষ্ট দিনের মধ্যে চার-পাঁচ লক্ষ টাকা আর জোগাড় করতে পারেননি প্রসেনজিৎ। ভয় আর আতঙ্কেই শেষপর্যন্ত আত্মহত্যা করলেন তিনি। 

আরও পড়ুন: Jalpaiguri: টেবিলে মদের বোতল,গ্লাস; বন্ধ ঘরে মিলল যুবকের নিথর দেহ

গতকাল, বুধবার বিকেলে নিজের ঘরে ঘুমোতে যান প্রসেনজিৎ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিলেন তিনি। এরপর সন্ধ্যায় যখন ডাকাডাকি করে সাড়া পাওয়া গেল না, তখন ঘরের দরজা ভেঙে ফেলেন বন্ধুরা। দেখা যায়, সিলিং থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ওই যুবক! খবর দেওয়া হয় থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। পরিবারের অভিযোগে ভিত্তিত দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.