নেশার টাকা জোগাড় করতেই খুন স্ত্রী-ছেলেকে, জল্পনা চলছে জয়নগরে
গ্রামের পুকুরে বুধবার দুপুরে ভাসতে দেখা যায় ক্লাস সেভেনের অজয় নস্করকে। খোঁজ করতে করতে এলাকার মানুষ হাজির হয়ে যায় অজয়ের বাড়ি। জানা যায় রবিবার থেকে হদিশ নেই অজয়ের মা লক্ষ্মী নস্করেরও। শুরু হয় খোঁজাখুজি।
নিজস্ব প্রতিবেদন: মা-ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য জয়নগরের চন্দনেশ্বর গ্রামে। বেপাত্তা গৃহকর্তা। প্রতিবেশীদের অভিযোগ, নেশার টাকার জোগাড় করতেই স্ত্রী ও ছেলেকে খুন করেছে বাবা। পলাতক যোগেশ্বরের খোঁজে তল্লাসি শুরু করেছে পুলিস। রবিবার থেকে নিখোঁজ। দুদিন পর মিলল জোড়া দেহ। মা-ছেলের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য জয়নগরে।
আরও পড়ুন- নির্দল কাউন্সিলর রাজু সাউয়ের সামনেই খুন করা হয় ভদ্রেশ্বর পুরপ্রধান মনোজ উপাধ্যায়কে
গ্রামের পুকুরে বুধবার দুপুরে ভাসতে দেখা যায় ক্লাস সেভেনের অজয় নস্করকে। খোঁজ করতে করতে এলাকার মানুষ হাজির হয়ে যায় অজয়ের বাড়ি। জানা যায় রবিবার থেকে হদিশ নেই অজয়ের মা লক্ষ্মী নস্করেরও। শুরু হয় খোঁজাখুজি।
আরও পড়ুন- বাঁকুড়ায় বালিপাচার রুখতে অভিযানের নেতৃত্বে খোদ মহকুমাশাসক, ধরা পড়ল পাচারকারী
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার যোগেশ্বর নস্করের বাড়িতে ঝগড়াঝাঁটি হয়। তারপর থেকেই বাড়িতে তালা দিয়ে বেপাত্তা হয়ে যায় যোগেশ্বর। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন যোগেশ্বরের স্ত্রী ও ছেলে। ঘটনার পর থেকেই বেপাত্তা যোগেশ্বরও।
পাড়া প্রতিবেশীদের দাবি, নিয়মিত নেশা করত যোগেশ্বর। সংসার চালাতে কলকাতায় পরিচারিকার কাজ করতেন স্ত্রী। নেশার টাকা জোগাড় করতেই সম্ভবত যোগেশ্বর খুন করেছে স্ত্রী -ছেলেকে। যোগেশ্বর মা ও দাদা ও বৌদির ভূমিকাও খতিয়ে দেখছে পুলিস। আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।