Krishnanagar: সিস্টারদের ঘরের সামনে মৃত্যু রোগীর, চাঞ্চল্য হাসপাতালে
পেশেন্ট নিজেই ব্যথা সহ্য করতে না পেরে সিস্টার ডাক্তারদের কাছে ছুটে গিয়েছে বলে জানা গেছে
নিজস্ব প্রতিবেদন: রোগীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য কৃষ্ণনগর জেলা হাসপাতালে। রাত দুটোর সময়,হাসপাতালের সিস্টারদের ঘরের সামনে পরে মহিলার মরদেহ।
জানা গেছে সকাল ১০টা নাগাদ বুকে যন্ত্রনা নিয়ে ২৬ বছরের জেসমিনা মন্ডলকে হাসপাতালে ভর্তি করে তার অভিভাবকরা। মেয়েটির বাড়ি চাপড়া ব্লকের রানাবন্ধের গুনরা গ্রামে। রাতে মেয়ের যন্ত্রনা বাড়লেও ICU-তে দেওয়া যায়নি বেড না থাকায়। পেশেন্ট নিজেই ব্যথা সহ্য করতে না পেরে সিস্টার ডাক্তারদের কাছে ছুটে গিয়েছে বলে জানা গেছে।
সেই সময় পেশেন্ট এর মা এবং বাবা অনুরোধ করে তাদের মেয়েকে বাঁচানোর জন্য। অভিযোগ চিকিৎসার বদলে জুটেছে অপমান। সিস্টারদের ঘরের সামনেই মেয়ের মৃত্যু হতে দেখেন বাবা মা এমনটাই তাদের অভিযোগ। সকাল পর্যন্ত একই জায়গায় পরে ছিল দেহ। আরও অভিযোগ করা হয়েছে মৃতের মা বাবাকে বের করে দেওয়া হয় হাসপাতালের বাইরে। সেই সময় মৃতদেহ তুলে বেডে দিয়ে দেয় হাসপাতালের কর্মীরা।
আরও পড়ুন: South Dinajpur: মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত মামা
আরও পড়ুন: Weather Today: গলদঘর্ম বাংলা, একসঙ্গে ১২ জেলায় তাপপ্রবাহ