উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে পলাতক Black Fungus-এ আক্রান্ত মহিলা
প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্য়বস্থা।
নিজস্ব প্রতিবেদন: কোভিডমুক্ত হয়েও স্বস্তি নেই! অনেকের শরীরেই থাবা বসাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। চিকিত্সা চলাকালীন ২ মহিলা মারাও গিয়েছেন। এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে পালিয়ে গেলেন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক মহিলা। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা। শোরগোল পড়ে দিয়েছে চিকিত্সকমহলে। তল্লাশিতে নেমেছে পুলিস।
জানা গিয়েছে, ওই মহিলা নাম তাহেরা বিবি। বাড়ি, মুর্শিদাবাদের দেবীপুরে। তবে, কাজের সুবাদে শিলিগুড়িতেই থাকতেন তিনি। জ্বরের উপসর্গ নিয়ে বুধবার উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজে ভর্তি হন তাহেরা। ব্ল্যাক ফাঙ্গাস নয় তো? সন্দেহ হওয়ায় রোগীকে পরীক্ষা করা হয়। তাতেই জানা যায়, ছত্রাক সংক্রমণের শিকার ওই মহিলা।
আরও পড়ুন: সেবক-রংপো নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস, মৃত ২ শ্রমিক, গুরুতর আহত আরও ৫
তারপর? হাসপাতাল সূত্রের খবর, তাহেরার কাছে বিষয়টি গোপন করা হয়নি। ব্ল্যাক ফাঙ্গাসের কথা শুনে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। কিছুক্ষণ পর নার্সরা যখন খোঁজ নিয়ে আসেন, তখন দেখেন ইএনটি বিভাগের নির্দিষ্ট বেডে রোগী নেই! এরপর শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু গোটা হাসপাতালে কোথাও আর তাহেরা বিবিকে পাওয়া যায়নি। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। পলাতক ওই মহিলার সন্ধানে নেমেছে পুলিস।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)