Nadia Electrocution: ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শান্তিপুরে মৃত্যু পুলিসকর্মীর

২০০২ সালে রাজ্য পুলিসের কনস্টেবল পদে চাকরিতে যোগ দিয়েছিলেন শান্তিপুরের বাইগাছি ওস্তাগার পাড়া লেনের বাসিন্দা অভীক মিত্র।

Updated By: Feb 17, 2023, 05:50 PM IST
Nadia Electrocution: ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শান্তিপুরে মৃত্যু পুলিসকর্মীর

বিশ্বজিৎ মিত্র: অফিসে যাওয়ার আগে জামা ইস্ত্রি করছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক পুলিসকর্মী। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না! ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর।

পুলিস সূত্রে খবর, মৃতের নাম অভীক মিত্র। বাড়ি শান্তিপুরের বাইগাছি ওস্তাগার পাড়া লেনে। রাজ্য পুলিসের কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।  ঘড়িতে তখন সাড়ে ৮টা নাগাদ। এদিন সকালে জামা ইস্ত্রি করছিলেন ওই পুলিসকর্মী। পাশের ঘরে ছিলেন স্ত্রী মৌমিতা ও ছেলে।  তারপর? আচমকাই চিৎকার করে ওঠেন অভীক। স্ত্রী এসে দেখেন, ঘরের মেঝে পড়ে রয়েছেন তিনি। পায়ে গরম ইস্ত্রি পোড়ার দাগ। এমনকী, শরীরও ঠাণ্ডা হয়ে গিয়েছে! এরপর শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, ওই পুলিসকর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর দেওয়া হয় থানায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন: Jalpaiguri: ছাত্রীকে 'একা ঘরে' ডাক শিক্ষকের, অভিযোগ শারীরিক নির্যাতনের! স্কুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

২০০২ সালে রাজ্য পুলিসের  কনস্টেবল পদে চাকরিতে যোগ দিয়েছিলেন অভীক। স্ত্রী ও দুই যমজ ছেলে রয়েছে তাঁর। পরিবার সূত্রে খবর, খুবই শৌখিন স্বভাবের ছিলেন অভীক। স্রেফ ভালো রান্না করাই নয়, ঝোঁক ছিল গানবাজনার প্রতিও। রোজ সকালে ঘুমে উঠে অফিসের যাওয়ার পোশাক ইস্ত্রি করতেন নিজেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.