South 24 Parganas: একাই কাঁদছে ছোট্ট শিশু! খাটের উপরে পরে মায়ের কাটা মুণ্ডু, ঝুলছে বাবা...
South 24 Parganas: ছোট ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ছুরিটি উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আট মাস ধরে ভবানীপুরে একটি ভাড়া বাড়িতে থাকছেন পায়েল হালদার এবং তাঁর আড়াই বছরের পুত্র সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।
তথাগত চক্রবর্তী: স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আড়াই বছরের শিশুর কান্নার আওয়াজ শুনেই প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ ও স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিসকে। উদ্ধার করে দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে স্বামী। ছোট ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। ছুরিটি উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আট মাস ধরে ভবানীপুরে একটি ভাড়া বাড়িতে থাকছেন পায়েল হালদার এবং তাঁর আড়াই বছরের পুত্র সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন। সঙ্গে থাকতেন স্বামী যিনি পেশায় ট্রেনের হকার শশধর হালদার। স্বামী-স্ত্রী'র মধ্যে পারিবারিক অশান্তি হত, কিন্তু তার থেকে যে এরকম ঘটনা ঘটবে কল্পনাও করতে পারেনি প্রতিবেশী থেকে বাড়ির মালিক কেউই।
আরও পড়ুন: Kanthi: বিড়িচাকুলি, পোয়াপিঠে, দইপিঠে! পৌষভোরে রসনার 'স্বনির্ভর' উৎসব...
পুলিস সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই স্থানীয়রা আড়াই বছরের বাচ্চা ছেলেটির কান্নার আওয়াজ শুনতে পায়। বারবার তারা শশধর ও পায়েলকে নাম ধরে ডাকতে থাকে। অবশেষে বাচ্চা ছেলেটি ভিতর থেকে কোনোভাবে বাইরে বেরিয়ে আসলে ঘরের ভিতরে ঢুকে প্রতিবেশীদের চক্ষু চড়ক গাছে। বিছানায় পড়ে রয়েছে বছর ২৪'র পায়েল হালদারের গলাকাটা দেহ ও গলায় দড়ি দিয়ে ঝুলছে স্বামী বছর ৩৪ শশধর হালদারের দেহ। সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ির মালিক সোনারপুর থানার পুলিসকে খবর দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিস।
আরও জানা গিয়েছে, নিজের পৈতৃক বাড়ি ছেড়ে স্বামীকে ভাড়া বাড়িতে থাকতে বাধ্য করেছিল স্ত্রী। তা নিয়েই প্রায়দিন পারিবারিক অশান্তি। তার জেরে সোনারপুরের মথুরাপুরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী। বাবা ও মায়ের মৃতদেহের পাশেই দীর্ঘক্ষণ একাই থাকল আড়াই বছরের শিশু। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএসপি ক্রাইম ফয়সেল বিন আহমেদ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)