Diamond Harbour: মদ-গাঁজার আসরের প্রতিবাদ, ভরসন্ধেয় গুলিবিদ্ধ তৃণমূলকর্মী
গ্রেফতার ৩ অভিযুক্ত।
নিজস্ব প্রতিবেদন: প্রচারের সময়সীমা শেষ। কলকাতায় পুরভোটের যখন আর ৪৮ ঘন্টাও বাকি নেই, তখন গুলি চলল ডায়মন্ড হারবারে। ভরসন্ধেয়, শহরের ১২ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূলকর্মী। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। উদ্ধার করা হয়েছে গুলি খোল ও বন্দুক।
জানা গিয়েছে, আক্রান্তের নাম বিশাল খেয়ারি। বাড়ি, ডায়মন্ড হারবার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের রেল কলোনীতে। এলাকার সক্রিয় তৃণমূলকর্মী হিসেবে পরিচিত বিশাল। এলাকাটিও যথেষ্ট ঘনবসতিপূর্ণ। তাহলে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা নামলেই রেল কলোনীর মাঠে মদ-গাঁজার বসত। এদিন সন্ধ্যায়ও যথারীতি আসর বসিয়েছিল দুষ্কৃতীরা। প্রতিবাদ করেছিলেন বিশাল। এরপরই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। ডান পায়ে গুলি লেগেছে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ভর্তি ওই যুবক।
আরও পড়ুন: Siliguri-তে উদ্ধার কোটি টাকার ব্রাউন সুগার! গ্রেফতার ২ মহিলা-সহ ৩
এদিকে এই ঘটনার এক অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুর চলে কলোনীর মাঠে, মদ-গাঁজার ঠেকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিসও। ধরা পড়ে যায় বাকী দু'জন অভিযুক্তও। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষ।