WB Panchayat Election 2023: ভোটের লাইনে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন!
মৃতের নাম মতিউর রহমান। বাড়ি, মালদহের বৈষ্ণবনগরের ভগবানপুরে। সন্ধ্যার পর স্থানীয় বুথের সামনে লাইনে দাঁডিয়েছিলেন তিনি।
রণজয় সিংহ: রাজ্যের ভোটের বলি আরও ১। ভরসন্ধেয় এবার তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন! অভিযোগের তির কংগ্রেসের দিকে। ঘটনাস্থল, মালদহ।
আরও পড়ুন: WB Panchayat Election 2023: ভোট শেষেও গুলি! জখম তৃণমূল প্রার্থী
জানা গিয়েছে, মৃতের নাম মতিউর রহমান। বাড়ি, মালদহের বৈষ্ণবনগরের ভগবানপুরে। এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন মতিউর।
তখন সন্ধ্যা নেমেছে। স্থানীয় বুথের সামনে লাইনে দাঁড়ান মতিউর। অভিযোগ, তাকে ভোট দানে বাধা দেন কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। এরপর শুরু হয় বচসা। শেষে ওই তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
তারপর? রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মতিউর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ততক্ষণে অবশ্য হামলাকারী চম্পট দিয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে, তৃণমূলকর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হামলার অভিযোগ অবশ্য় অস্বীকার করেছে কংগ্রেস।
এদিকে ভোটের পর গুলি চলল দক্ষিণ দিনাজপুরে। গঙ্গারামপুর উদয় পঞ্চায়েত গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী নূর আমিন মিঞার বুকে। আশঙ্কাজনক অবস্থায় এখন তিনি ভর্তি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, সন্ধের পর আচমকাই বুথে ঢুকে ব্যালট লুঠের চেষ্টা করে কয়েকজন দুষ্কৃতী। এরপর দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গুলি চলে!
আরও পড়ুন: WB Panchayat Election 2023: বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে কত শতাংশ ভোট পড়ল? সাত জেলায় ১৫ জনের মৃত্যু