অটোতেই সন্তানের জন্ম, সুস্থ মা ও শিশু

একশো দুই ডায়াল করেছিলেন ক্যানিংয়ের  রেমিনা লস্করের স্বামী।

Updated By: Sep 24, 2018, 02:14 PM IST
অটোতেই সন্তানের জন্ম, সুস্থ মা ও শিশু

 নিজস্ব প্রতিবেদন: সময় মতো গাড়ি মেলেনি। হাসপাতালে যাওয়ার পথে অটোতেই প্রসব হল। মা ও শিশু দুজনেই সুস্থ। ক্যানিংয়ের গোপালপুর অঞ্চলের ঘটনা।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ফের ভেঙে পড়ল সেতু! এক মাসে তিনটে ব্রিজ বিপর্যয়

একশো দুই ডায়াল করেছিলেন ক্যানিংয়ের  রেমিনা লস্করের স্বামী। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও অ্যাম্বুলেন্স না আসায় অটো করেই হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তিনি।  প্রসব যন্ত্রণা ক্রমেই বেড়ে চলছিল। অটোতে স্থানীয় ‘আশা দিদি’কে সঙ্গে নিলেও ভয়ে হাত পা কাঁপছিল রেমিনার স্বামীর। অটো চলছিল দ্রুত গতিতে। কিন্তু তাঁরা বুঝে গিয়েছিলেন, হাসপাতাল পর্যন্ত পৌঁছতে গেলে দেরি হয়ে যাবে অনেকটাই।

আরও পড়ুন: সকাল থেকেই অবরোধ, বিপর্যস্ত রেল পরিষেবা,  বাতিল অনেক ট্রেন, আটকেও বহু 

গোটা বিষয়টির দায়িত্ব নিয়ে নেন ‘আশা দিদি’। চালক অটো থামিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে দেন। অটোর বাইরে প্লাস্টিক টেনে দেন। শেষমেশ অটোর ভিতরেই প্রসব করেন রেমিনা। এরপরই ওই অবস্থাতেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সুস্থ রয়েছে রেমিনা ও তার সন্তান।

 

.