কলেজের ফর্ম ফিল-আপ ঘিরে এবিভিপি-টিএমসিপি সংঘর্ষ, ছাত্রীকে 'ধর্ষণের' হুমকি

উইকেট দিয়ে মারা হয় তাঁদের।

Updated By: Jul 10, 2019, 11:49 AM IST
কলেজের ফর্ম ফিল-আপ ঘিরে এবিভিপি-টিএমসিপি সংঘর্ষ, ছাত্রীকে 'ধর্ষণের' হুমকি

নিজস্ব প্রতিবেদন : কলেজে দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল-আপ ঘিরে সংঘর্ষে জড়াল এবিভিপি ও টিএমসিপি। সংঘর্ষের জেরে দুপক্ষের কমপক্ষে ৩০ জন জখম হয়েছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালি শরত্ সেন্টিনারি কলেজে। সংঘর্ষের সময় ছাত্রীদের 'ধর্ষণের' হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

তৃণমূল ছাত্র পরিষেদর অভিযোগ, ফর্ম ফিল-আপ চলার সময় আচমকাই তাঁদের উপর হামলা চালায় এবিভিপি-র ছাত্ররা। উইকেট দিয়ে মারা হয় তাঁদের। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে টিএমসিপি সদস্যদের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ এনেছে এবিভিপি। এমনকি টিএমসিপির ছেলেরা ছাত্রীদের উত্যক্ত করে বলেও অভিযোগ।

আরও পড়ুন, বিজেপি নেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য কেশপুরে

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধনেখালি থানার পুলিস। আহতরা বর্তমানে ধনেখালি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনজনের চোট গুরুতর হওয়ায় তাঁদেরকে এসএসকেএম-এ স্থানান্তরিত করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে হাসপাতালে যান ধনেখালির বিধায়ক তথা মন্ত্রী অসীমা পাত্র।

.