Krishna Kalyani, ED: হেফাজতে পার্থ, এবার আরও এক বিধায়য়কে নোটিস পাঠাল ইডি

Krishna Kalyani, ED: কল্যাণী সলভেক্স নামে একটি সংস্থা রয়েছে। যার চেয়ারম্যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ইডি সূত্রে খবর, ২০১৮ সালের একটি মামলায় নোটিস ওই সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। কী বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে? সেই নথি চেয়ে পাঠানো হয়েছে।

Updated By: Jul 29, 2022, 06:01 PM IST
Krishna Kalyani, ED: হেফাজতে পার্থ, এবার আরও এক বিধায়য়কে নোটিস পাঠাল ইডি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে ইডি (ED)। এবার কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে উত্তরবঙ্গের এক বিধায়ক। তিনি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। 

জানা গিয়েছে, কল্যাণী সলভেক্স নামে একটি সংস্থা রয়েছে। যার চেয়ারম্যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। ইডি সূত্রে খবর, ২০১৮ সালের একটি মামলায় নোটিস ওই সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। কী বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং কী পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে? সেই নথি চেয়ে পাঠানো হয়েছে। এটুকুই নয়, ওই সংস্থার বিরুদ্ধে আরও অনেক তথ্য ইডির (ED) হাতে এসেছে বলে সূত্রের খবর।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল ত্যাগ করেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। বিজেপিতে যোগ দেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি প্রার্থী হিসাবে ভোটে জেতেন। তবে কয়েক মাসের মধ্যেই তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। সম্প্রতি শারীরিক সমস্যার কারণে মুকুল রায় পিএসি'র চেয়ারম্যানের পর ছেড়ে দেন। এরপর সেই পদে বসেন রায়গঞ্জের বিধায়ক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.