পরীক্ষা হলে জ্ঞান হারাল ছাত্রী, কোলে তুলে নিলেন বিধায়ক!

পরিবারের দাবি, অঙ্ক পরীক্ষা নিয়ে আগে থেকেই টেনশন করছিল সে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই মাথা ঘোরে, শ্বাসকষ্ট শুরু হয়।

Updated By: Mar 20, 2018, 08:32 PM IST
পরীক্ষা হলে জ্ঞান হারাল ছাত্রী, কোলে তুলে নিলেন বিধায়ক!

নিজস্ব প্রতিবেদন:  একেই মাধ্যমিক তার উপর ছিল অঙ্ক পরীক্ষা। চাপা টেনশন তো ছিলই। প্রশ্নপত্র পাওয়ার কিছুক্ষণ পর ক্লাসেরুমের ভেতর প্রবল শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে জ্ঞান হারালো এক ছাত্রী।

আরও পড়ুন: শ্বশুরকে খুন করে টুকরো টুকরো করলেন বৌমা!

অসুস্থ ছাত্রীর নাম অঞ্জনা রায়। ধূপগুড়ি বিদ্যাশ্রম স্কুলের ছাত্রী। পরীক্ষা দিচ্ছিল ধূপগুড়ি গার্লস স্কুলে। পরিবারের দাবি, অঙ্ক পরীক্ষা নিয়ে আগে থেকেই টেনশন করছিল সে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরই মাথা ঘোরে, শ্বাসকষ্ট শুরু হয়।

আরও পড়ুন: খাটে স্ত্রীর দেহ, মাথার পাশে স্বামীর গলার নলি কাটা শরীর

খবর পেয়ে ধূপগুড়ির বিধায়ক মিতালী রায় গাড়ী নিয়ে ছুটে গিয়ে অসুস্থ ছাত্রীকে কোল পাজা করে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। ছাত্রীর এখন অবস্থা স্থিতিশীল। পরীক্ষা শেষে ছাত্রীর সঙ্গে দেখা করতে যায় বান্ধবীরা। কান্না জুড়ে দেয়।

.