চিকিত্সার গাফিলতির অভিযোগে ধুন্ধুমার কাটোয়ার নার্সিংহোমে

Updated By: Sep 12, 2017, 10:11 AM IST
চিকিত্সার গাফিলতির অভিযোগে ধুন্ধুমার কাটোয়ার নার্সিংহোমে

ওয়েব ডেস্ক: প্রসূতি মৃত্যু ঘিরে তুলকালাম কাণ্ড কাটোয়ার একটি নার্সিংহোমে। চিকিত্সায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিজনদের বিক্ষোভ শুরু হয়ে যায়। শুধু তাই নয়, চিকিত্সকের সঙ্গে ধস্তাধস্তিও হয় রোগীর আত্মীয়দের।

গবেষক অর্পণ পাড়ুইয়ের রহস্যমৃত্যু, আত্মহত্যা, খুন নাকি নিছকই দুর্ঘটনা?

কিন্তু কেন এই তুলকালাম কাণ্ড? ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, গতকাল ওই নার্সিংহোমে সিজারিয়ান হয় মৃতার। সিজারিয়ান হওয়ার পর থেকেই রোগীর পরিস্থিতির অবনতি হতে থাকে। প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে রেফার করা হলেও শেষরক্ষা হয়নি। এর পরেই দেহ কাটোয়ার নার্সিং হোমে ফিরিয়ে এনে বিক্ষোভ শুরু করেন রোগীর পরিজনরা।

পাহাড় নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় আজ দ্বিতীয় সর্বদল বৈঠক

.