নিরাপত্তা-সহ চিকিত্সকদের ১০ দফা দাবি মানল সরকার, তবু জারি অচলাবস্থা

নিজস্ব প্রতিবেদন: অ্যাডিশনাল চিফ সেক্রেটরি একটি নোটিসে জানিয়েছেন আন্দোলনকারীদের দশ দফা দাবি মেনে নিয়েছে রাজ্য। এক সপ্তাহের মধ্যেই সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে চিকিৎসকদের। কী কী নিরাপত্তা দেওয়া হবে তাঁদের? দেখে নেওয়া যাক। আরও পড়ুন: জট কাটাতে NRS কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে IMA-এর প্রতিনিধি দল ** হাসপাতালে প্রবেশে নজরদারি ও নিয়ন্ত্রণ।  ** চিকিৎসক ও রোগীদের মধ্যে সমস্যা মেটাবে পুলিস ** ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সদা তৎপর থাকবে পুলিস ** হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় cctv ক্যামেরা বসানো হবে।  ** নিরাপত্তা সুনিশ্চিত করতে একমূখী যোগাযোগ ব্যবস্থা করা হবে।  ** নিরাপত্তার জন্য হটলাইন, অ্যালার্ম, মকড্রিলের ব্যবস্থা থাকবে হাসপাতাল চত্বরে। ** হাসপাতালে রাখা হবে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী। ** এবিষয়ে দক্ষ নিরাপত্তা সংস্থাকেই দায়িত্ব দেওয়া হবে। ** ২ সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি খতিয়ে দেখা হবে।  

Updated By: Jun 15, 2019, 03:17 PM IST
নিরাপত্তা-সহ চিকিত্সকদের ১০ দফা দাবি মানল সরকার, তবু জারি অচলাবস্থা

অ্যাডিশনাল চিফ সেক্রেটরি একটি নোটিসে জানিয়েছেন আন্দোলনকারীগের দশ দফা দাবি মেনে নিল রাজ্য। এক সপ্তাহের মধ্যেসমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। 

.